Main Menu

বৃহস্পতিবার, অক্টোবর ১৭, ২০২৪

 

প্রেক্ষাগৃহের স্থবিরতা ভাঙতে এগিয়ে এলো ওটিটি!

পুরনো সরকার পতন শেষে দ্রুত সময়ে গঠিত হলো অন্তর্বর্তী। বিপ্লবের অশান্ত দিন পেরিয়ে ক্রমশ সবই স্বাভাবিক হয়ে উঠেছে। কিন্তু সিনেমা হলের অন্ধকার যেন কাটছেই না। এর মধ্যে দু-একটি সিনেমা মুক্তি পেয়েছে বটে, তাতেও আশার আলো মেলেনি। তারচেয়েও বড় বিষয়, উল্লেখযোগ্য সিনেমা সংশ্লিষ্টরা খুঁটি ধরে তাকিয়ে আছে দুই ঈদের দিকে! এর বাইরে তারা সিনেমা হলে পোস্টার ঝুলাতে রাজি নন। এমন যখন ঢাকাই সিনেমার অবস্থা, তখন সিনেমা হল বাঁচানোর কথা মুখে তুললো ওটিটি প্ল্যাটফর্ম চরকি! বিস্ময়কর হলেও এটাই এখন বড় সত্যি! প্রতিষ্ঠানটি বলছে, সিনেমাঙ্গনকে চাঙা করার জন্য প্রেক্ষাগৃহে সিনেমা মুক্তি দেওয়ার পরিকল্পনাRead More