রবিবার, মে ৯, ২০২১
বাঙালির ব্যবসায় বিপ্লব এনেছিলেন জালালাবাদ যুদ্ধের বিপ্লবী

সৌপ্তিক বন্দ্যোপাধ্যায় : তিনি একদিকে বিপ্লবী অন্যদিকে বাঙালি যে ব্যবসা করে অন্য উচ্চতায় পৌঁছতে পারে তার অন্যতম প্রমাণ। তিনি বিভূতিভূষণ সরকার। স্বাধীনতা পূর্ব যুগ। চট্টগ্রাম। হয়ে গিয়েছে জালালাবাদের যুদ্ধ। বিপ্লব তখন ভারতের আকাশে বাতাসে। ১৩ বছরের ছেলে যুক্ত হয়ে পড়েছিল স্বাধীনতা আন্দোলনের সঙ্গে। প্রত্যেক পদে এল অনেক সমস্যা। সমস্ত সমস্যাকে হারিয়ে সেদিনের বিপ্লবী বিপ্লব এনেছিল বাঙালির ব্যবসায়। বিভূতিভূষণ সরকারের জন্ম ১৯১৭ সালে। স্থান চট্টগ্রামের রাউজান। ছোট থেকেই মেধাবী ছিল সে। এমন ছেলে কখন স্বাধীনতা সংগ্রামে জড়িয়ে পড়েছিল কেউ বুঝতে পারেনি। জালালাবাদ যুদ্ধের ভারতীয় বিপ্লবীদের মধ্যে যোগাযোগ গড়ে দিতেন ছাত্র বিভূতিভূষণ।Read More