মঙ্গলবার, ডিসেম্বর ১৫, ২০২০
মহানগর গোয়েন্দা পুলিশে’র অভিযানে জুয়াখেলার সামগ্রীসহ ৪ জন জুয়াড়ী গ্রেফতার

মহানগর গোয়েন্দা পুলিশে (ডিবি)’র অভিযানে জুয়াখেলার সামগ্রীসহ ০৪ (চার) জন জুয়াড়ী আটক করা হল। ১৪/১২/২০২০খ্রিঃ অনুমান সন্ধ্যা অনুমান ০৬:০০ ঘটিকায় মহানগর গোয়েন্দা পুলিশের অতিরিক্ত উপ- পুলিশ কমিশনার (সিটি এন্ড সিসি) জনাব মোঃ মুনাদির ইসলাম চৌধুরী, সহকারি পুলিশ কমিশনার (ডিবি) জনাব আহমেদ পেয়ার এর নেতৃত্বে এসআই(নিঃ)/ মোঃ শামীম উদ্দিন সঙ্গীয় এসআই(নিঃ)/ সৌমেন দাস, এএসআই/ ইমদাদুল হক, এটিএসআই/৬৫২ জাকির হোসেন, কনস্টেবল/১৪০৫ আব্দুল্লাহ আল-মামুন, কনস্টেবল/৯০৩ নজরুল ইসলাম, কনস্টেবল/৮২৪ আবু সুফিয়ান, কনস্টেবল/১১৯৬ সোহেল রানা-দের নিয়ে মহানগর গোয়েন্দা পুলিশের টহলরত টিম গোপন সংবাদের ভিত্তিতে কোতয়ালী মডেল থানাধীন, ধোপদীঘিরপাড়স্থ, পৌর বিপনী কেন্দ্রের নিউ ফেন্সি গ্লাস হাউজRead More