শবে বরাত : (আরবি: ليلة البراءة, প্রতিবর্ণী. লাইলাতুল বরাত) বা মধ্য-শা’বান (আরবি: نصف شعبان, প্রতিবর্ণী. Niṣf Sha‘bān) হচ্ছে আরবী শা’বান মাসের ১৫ তারিখে পালিত একটি পূণ্যময় রাত। বিশ্বের বিভিন্ন স্থানের মুসলমানগণ বিভিন্ন কারণে এটি পালন করেন। এই রাতকে লাইলাতুল বরাত বলা হয়।
বিস্তারিত