
উগান্ডায় ভূমিধসে ৩৪ জন নিহত
আফ্রিকার দেশ উগান্ডায় একটি ভূমিধসে কমপক্ষে ৩৪ জন নিহত হয়েছেন। কর্মকর্তারা জানিয়েছেন, দেশটির পূর্বাঞ্চলে মাউন্ট এলগনের খাড়াই ধসে পড়লে ঘরবাড়ি এবং গবাদিপশু মাটি চাপা পড়ে। খবর আল-জাজিরার।” বৃহস্পতিবার দেশটির বুদুদা জেলার বুকালাসি শহরে এই ভূমিধসের ঘটনা ঘটে। উদ্ধারকারীরা ধ্বংসাবশেষের ভেতর থেকে জীবিত ও ভুক্তভোগী উদ্ধারে কাজ করে যাচ্ছে। ভূমিধসের ঘটনায় এখনও বহু মানুষ নিখোঁজ রয়েছে।…