
বেশি পাস করলেও দোষ, কম পাস করলেও দোষ (শিক্ষামন্ত্রী)
এইচএসসি ও সমমানের পরীক্ষার আনুষ্ঠানিক ফল প্রকাশ উপলক্ষে বৃহস্পতিবার (১৯জুলাই) দুপুরে সচিবালয়ে আয়োজিত সাংবাদ সম্মেলনে শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম ফলাফল নিয়ে তার মিশ্র প্রতিক্রিয়া ব্যক্ত করেন।” এসময় তিনি বলেন, ‘আগে বেশি পাস করতো, বলা হতো ভালোভাবে খাতা দেখা হয়নি। আবার এখন কম পাস করেছে, এখন বলা হচ্ছে, পাসের হার কমে গেলো কেন। বেশি পাস করলেও দোষ, কম পাস…