Home » কেন ‘অদ্ভুত’ আচরণ কুকুরের?

কেন ‘অদ্ভুত’ আচরণ কুকুরের?

মানুষের সবচেয়ে প্রিয় পোষ্য মধ্যে কুকুর অন্যতম। আর কুকুরের কিছু আশ্চর্য আচরণ প্রায়ই আমাদের চোখে পড়ে। তেমনই এক কাণ্ড হল, কুকুর শোবার আগে তার চারপাশে বৃত্তাকারে চক্কর মারে! কিন্তু কেন এমন আজব কাজ করে তারা?

এ ব্যাপারে আন্তর্জাতিক সংবাদমাধ্যমে প্রকাশিত প্রতিবেদন থেকে জানা যাচ্ছে, এই অভ্যাস আসলে বুনো কুকুরদের। প্রায় প্রাগৈতিহাসিক সময় থেকেই এমন কাজ করে তারা। জিনবাহিত হয়ে গৃহপালিত কুকুররাও এমন আচরণ করে। কলোরাডো বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক লেসলি ইরভিন জানিয়েছেন, এটা কুকুররা মূলত করে ‘নিরাপদ আশ্রয়’ তৈরি করার জন্য।”

জঙ্গলে থাকা কুকুররা শোবায়ার জন্য চার পা দিয়ে লম্বা ঘাস ও ঝোপকে চাপড়িয়ে ও মাড়িয়ে তাদের বিছানা তৈরি করে ফেলে। কেবল তাই-ই নয়, আশপাশের পোকামাকড়, সাপ ইত্যাদির থেকে নিজেদের রক্ষা করার জন্যও এই কাজ করে তারা।”

এছাড়াও আরও একটি কারণ আছে। এইভাবে কুকুরটি অন্য কুকুরদের কাছে বার্তা পৌঁছে দেয়, সে শোবায়ার জন্য এই জায়গাটি বেছে নিয়েছে।”

বুনো কুকুরদের এই অভ্যাস রয়ে গেছে ঘরের পোষা কুকুরদের ক্ষেত্রেও। সোফা বা নরম বিছানাতে শোবায়ার আগেও ঘুরপাক দেয় তারা।”

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *