সাফ অনূর্ধ্ব-১৫ নারী চ্যাম্পিয়নশিপের সেমিফাইনালে ভুটানকে ৫-০ গোলে হারিয়ে ফাইনালে পৌঁছেছে বাংলাদেশ। বৃহস্পতিবারের (১৬ আগস্ট) এ ম্যাচে জয় পেয়ে ১৮ তারিখ একই মাঠে ফাইনাল ম্যাচে ভারতের মুখোমুখি হচ্ছে বাংলাদেশের নারীরা।
দ্বিতীয়ার্ধে মাঠে নেমে ম্যাচের ৬৯ মিনিটে বাংলাদেশের পক্ষে চতুর্থ গোল করেন মারিয়া মান্দা। ৮৬ মিনিটে দলের পঞ্চম ও নিজের প্রথম গোল করেন শাহেদা আক্তার রিপা।
এর আগে প্রথম সেমিফাইনালে ২-১ গোলে নেপালকে পরাজিত করে ভারত। টুর্নামেন্টের ফাইনালে ভারতের মুখোমুখি হবে বাংলাদেশ।