Home » প্রতিদিন ১২ ঘণ্টা খোলা থাকবে বিআরটিএ অফিস

প্রতিদিন ১২ ঘণ্টা খোলা থাকবে বিআরটিএ অফিস

এখন থেকে বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট অথরিটির (বিআরটিএ) অফিস সপ্তাহে ছয় দিন সকাল ৯টা থেকে রাত ৯টা পর্যন্ত ১২ ঘণ্টা খোলা থাকবে এবং গ্রাহকরা সেবাগ্রহণ করতে পারবেন। পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত এই কার্যক্রম অব্যাহত থাকবে।”

সোমবার বিকালে আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার ধানমণ্ডি কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের এ তথ্য জানান।”

সম্প্রতি বিআরটিএ অফিসে ভিড় বাড়ছে উল্লেখ করে মন্ত্রী বলেন, প্রধানমন্ত্রীর নির্দেশে সড়ক পরিবহন মন্ত্রণালয় যানবাহনের ফিটনেট সার্টিফিকেট দেয়া ও নবায়ন, ড্রাইভিং লাইসেন্স দেয়া ও নবায়নসহ জরুরি সেবা কার্যক্রম সারা দেশে শনিবার থেকে বৃহস্পতিবার পর্যন্ত চলছে।”

এই ছয় দিন অফিস সময় হবে সকাল ৯টা থেকে রাত ৯টা। সম্প্রতি ফিনটেস সার্টিফিকেটসহ জরুরি কার্যক্রমে বিআরটিএ অফিসে ভিড় বেড়েছে। এ কারণে বাস্তবতার নিরিখে এই সিদ্ধান্ত নেয়া হয়েছে।”

সংবাদ সম্মেলনে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য আব্দুর রাজ্জাক, যুগ্ম সাধারণ সম্পাদক জাহাঙ্গীর কবির নানক, দীপু মনি, সাংগঠনিক সম্পাদক খালিদ মাহমুদ চৌধুরী, এ কে এম এনামুল হক শামীম, দফতর সম্পাদক আবদুস সোবহান গোলাপ, বন ও পরিবেশবিষয়ক সম্পাদক দেলোয়ার হোসেন, বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক সম্পাদক ইঞ্জিনিয়ার আব্দুস সবুর, সাংস্কৃতিক সম্পাদক অসীম কুমার উকিল, কেন্দ্রীয় সদস্য ইকবাল হোসেন অপু, ত্রাণ সম্পাদক সুজিত রায় নন্দী, উপদফতর সম্পাদক বিপ্লব বড়ুয়া, কার্যনির্বাহী সদস্য এস এম কামাল হোসেন, ইকবাল হোসেন অপু, আনোয়ার হোসেন, মারুফা আক্তার পপিসহ প্রমুখ।”

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *