নতুন গান প্রকাশ করতে যাচ্ছেন জনপ্রিয় সংগীতশিল্পী ইমরান মাহমুদুল। গানের শিরোনাম ‘পারবো না তোমাকে ছাড়তে’। দ্বৈত এ গানটিতে ইমরানের সহশিল্পী হুমায়রা ঈশিকা। আর গানটির ভিডিওচিত্রে ইমরানের সঙ্গে মডেল হয়েছেন হাল সময়ের জনপ্রিয় অভিনেত্রী কেয়া পায়েল। মিউজিক ভিডিওটি নির্মাণ করেছেন সৈকত রেজা। গত মাসেই গানটির ভিডিও’র কাজ শেষ হয়েছে। গানটি প্রকাশেরও কথা ছিল গত মাসে। তবে, মাইলস্টোন স্কুলে বিমান বিধ্বস্তের ঘটনায় গানটির প্রকাশ পিছিয়ে দেয়া হয়। ইমরান জানান, জুলাইতে আর গান প্রকাশ করবেন না।
এবার চলতি আগস্টের ১৭ তারিখ প্রকাশ হতে চলেছে ‘পারবো না তোমাকে ছাড়তে’। ইমরানের ইউটিউব চ্যানেলেই গানটি প্রকাশ হবে। এর আগেও এ গায়কের বেশ কয়েকটি মিউজিক ভিডিওতে কেয়া পায়েল পারফর্ম করেছেন। তবে, এবার দীর্ঘ সময় পর পায়েল কোনো মিউজিক ভিডিও’র কাজ করলেন। এরইমধ্যে ছবি ও টিজারে ইমরান-পায়েলের কেমিস্ট্রি বেশ পছন্দ করেছেন দর্শক। ইমরান বলেন, এটা ভালোবেসে বরবাদ হয়ে যাওয়া একটি মানুষের গল্প। যেখানে প্রেম, বিরহ ও পরিণতির বিষয়টি তুলে ধরা হয়েছে। আমার বিশ্বাস, গানটি শ্রোতা-দর্শক পছন্দ করবেন।
প্রতিনিধি