নতুন গান নিয়ে শ্রোতাদের সামনে হাজির হলেন জনপ্রিয় সংগীতশিল্পী হাবিব ওয়াহিদ। গানের শিরোনাম ‘জানিনা’। এর কথাগুলো এমন- ‘জানি না যে চলে যায়, সেকি ফেরে হায়; এ হৃদয় তবু কেন তারেই খুঁজে যায়/ জানি না এ হৃদয় কেন ভেঙেচুরে যায়, যে হারালো তবু কেন তারই দেখা পায়’।
‘জানিনা’ গানের কথা লিখেছেন শ্রাবণ। সুর-সংগীত করেছেন হাবিব নিজেই। সম্প্রতি গানটি প্রকাশ হয়েছে প্ল্যাটফর্ম স্পটিফাই, অ্যাপল মিউজিক, স্বাধীনসহ বিশ্বের বিভিন্ন স্ট্রিমিং প্ল্যাটফর্মে। এছাড়াও হাবিবেব নিজস্ব ইউটিউব চ্যানেলে গানটি প্রকাশ হয়েছে।
নতুন গান প্রসঙ্গে হাবিব বলেন, ‘বিরহের গান আগেও গেয়েছি। তবে আগের গানগুলো থেকে “জানিনা”র সংগীতায়োজনে একটু আনার চেষ্টা ছিল। আশা করছি, গানটি শ্রোতাদের প্রত্যাশা পূরণ করবে।’
এদিকে নিজের একক গানের পাশাপাশি নাটক, সিনেমার প্লেব্যাক ও সংগীতায়োজন নিয়ে ব্যস্ত আছেন হাবিব। কিছুদিন আগে তিনি প্লেব্যাক করেছেন ‘হৃদয়ের কথা’ নামের একটি নাটকে। এতে অনেক দিন পর ন্যানসির সঙ্গে দ্বৈত গেয়েছেন তিনি। তাদের গাওয়া ‘ভালোবাসি শুধু যে তোমারে’ গানটি ইতিমধ্যেই শ্রোতাদের মন কেড়েছে। তারও আগে হাবিব গেয়েছে প্রিন্স মাহমুদের কথা ও সুরে ‘জংলি’ সিনেমার ‘যদি আলো আসতো’ গানটি।
প্রতিনিধি