গত বৃহস্পতিবার থেকে চলমান সংঘর্ষ অবশেষে অবসান হতে চলেছে। যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে দুই প্রতিবেশী দেশ থাইল্যান্ড ও কম্বোডিয়া। আজ সোমবার মালয়েশিয়ায় দুই দেশের প্রধানমন্ত্রী পর্যায়ের বৈঠকের পর এই সিদ্ধান্ত আসে। বৈঠকের পর এই তথ্য জানিয়েছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম।
ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি বলছে, স্থানীয় সময় আজ সোমবার রাত থেকেই তাৎক্ষণিক ও নিঃশর্ত যুদ্ধবিরতিতে রাজি হয়েছে দুই দেশ। মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম এই তথ্য জানিয়ে বলেন, সংঘর্ষ বন্ধ করা এবং শান্তি ও নিরাপত্তা বজায় রাখার প্রথম পদক্ষেপ এটি।
মালয়েশিয়ায় প্রধানমন্ত্রী জানান, কম্বোডিয়ার প্রধানমন্ত্রী হান মানেত ও থাইল্যান্ডের ভারপ্রাপ্ত প্রধানমন্ত্রী ফুমথাম ওয়েচায়াচাই তাদের নিজেদের অবস্থান ব্যাখ্যা করেছেন এবং তাৎক্ষণিক যুদ্ধবিরতিতে সম্মত হওয়ার ইচ্ছা প্রকাশ করেছেন। এরপর তারা মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও চীনের কর্তৃপক্ষকে ধন্যবাদ দেন বলে জানা যায়।
গত ২৪ জুলাই সীমান্তে একটি বিতর্কিত অঞ্চল নিয়ে দুই দেশের সেনাদের মধ্যে সংঘর্ষ শুরু হয়। এতে এতে কমপক্ষে ৩৩ জন সেনা ও বেসামরিক লোক নিহত হয়েছে এবং হাজারো থাই ও কম্বোডিয়ান নাগরিক বাস্তুচ্যুত হয়েছে।
সামাজিক যোগাযোগমাধ্যমে ডোনাল্ড ট্রাম্প শনিবার বলেন, তিনি কম্বোডিয়ার প্রধানমন্ত্রী হুন মানেত ও ফুমথামের সঙ্গে কথা বলেছেন এবং তাদের হুঁশিয়ারি দিয়েছেন, যদি সংঘাত বন্ধ না হয়, তাহলে কোনো দেশের সঙ্গে যুক্তরাষ্ট্রের বাণিজ্য চুক্তি হবে না। উভয় পক্ষই তাৎক্ষণিক যুদ্ধবিরতি ও শান্তি চেয়েছে।
বার্তা বিভাগ প্রধান