চলতি জুলাইয়ের মধ্যেই জুলাই ঘোষণাপত্র ও জুলাই সনদ দিতে হবে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম। শনিবার কক্সবাজারে জুলাই পদযাত্রায় সমাবেশে এ কথা বলেন তিনি।
এনসিপি আহ্বায়ক বলেন, ‘জুলাই মাসের মধ্যে জুলাই ঘোষণাপত্র এবং জুলাই সনদ দিতে হবে। কে পিআর বোঝে, কে পিআর বোঝে না– তার জন্য জুলাই সনদ আটকে থাকবে না।’
নাহিদ দাবি করেন, ‘উচ্চ কক্ষে পিআর হতে হবে। নির্বাচন কমিশন, দুদকসহ গুরুত্বপূর্ণ রাষ্ট্রীয় প্রতিষ্ঠানে নিরপেক্ষ নিয়োগের জন্য সাংবিধানিক কমিটি তৈরি করতে হবে। এই দুইটা সংস্কার প্রস্তাবনায় ঐকমত্য হলে জুলাই সনদ তৈরি হয়ে যায়।’
সাবেক তথ্য উপদেষ্টা নাহিদ ইসলাম আরও বলেন, ‘জনগণ সংস্কার বোঝে এবং তারা সংস্কার চায়।’
জনগণের দিকে তাকিয়ে সংস্কারের ঐকমত্য পোষণ করার আহ্বান জানান নাহিদ ইসলাম।
বক্তব্যে নাহিদ আরও বলেন, ‘বাংলাদেশের ভবিষ্যৎ এবং সম্ভাবনা হচ্ছে এই বঙ্গোপসাগরকে ঘিরে। দেশকে সমুদ্র শক্তি ও নৌ শক্তিতে শক্তিশালী হতে হবে। তার জন্য কক্সবাজারকে শক্তিশালী ঘাটি হিসেবে প্রতিষ্ঠিত করতে চায় এনসিপি।’
সমাবেশে বিশেষ অতিথির বক্তব্যে এনসিপির দক্ষিণ অঞ্চলের মুখ্য সমন্বয়ক হাসনাত আবদুল্লাহ বলেন, ‘আগের নিয়মে কোনো নির্বাচন হতে দেওয়া যাবে না। একটি দল নির্বাচনের বিরুদ্ধে অবস্থা নিয়েছে। গণতান্ত্রিক উত্তোরণের জন্য একটি গ্রহণযোগ্য নির্বাচনের বিকল্প নেই।’
আজ দুপুর ১টায় শুরু হওয়া জুলাই পদযাত্রার সমাবেশ শেষ হয় বিকেল ৩টায়। সমাবেশে এনসিপির মুখ্য সমন্বয়ক নাছির উদ্দিন পাটোয়ারীর সঞ্চালনায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, এনসিপির যুগ্ম আহ্বায়ক তাসনিম জারা, যুগ্ম সদস্য সচিব এস এম সোজা উদ্দিন।
এর আগে এনসিপি নেতারা কক্সবাজার পৌঁছে শহরের বাস টার্মিনাল এলাকায় পথসভায় যোগ দেয়। পরে তিন কিলোমিটার পথ পায়ে হেঁটে যোগ দেয় সমাবেশ স্থলে।