জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানের বর্ষপূর্তিকে সামনে রেখে আজ রাজধানীর শাহবাগে সমাবেশ করবে ছাত্রদল। সমাবেশে অংশ নিতে সকাল থেকেই দেশের বিভিন্ন জায়গা থেকে ছুটে আসছেন ছাত্রদলের নেতাকর্মীরা।
রবিবার (৩ আগস্ট) বেলা সাড়ে এগারোটায় শাহবাগ এলাকায় ছাত্রদলের বিভিন্ন জেলা ও মহানগর ইউনিটের নেতাকর্মীদের জড়ো হতে দেখা যায়।
এদিকে সমাবেশ মঞ্চ ও সাউন্ড সিস্টেমসহ অন্যান্য প্রস্তুতি চলতে থাকলেও এর আগেই আশেপাশে নেতাকর্মীদের ব্যাপক সমাগম হয়েছে।
সমাবেশে আসা ছাত্রদল নেতাকর্মীরা বলছেন, আজকের সমাবেশ গণতন্ত্র পুনরুদ্ধারে লড়াইয়ের একটি প্রতীক। শান্তিপূর্ণভাবে নানা দাবি তুলে ধরতেই এই আয়োজন।
সরেজমিন দেখা যায়, সমাবেশস্থলের চারপাশে ঢাকা মহানগর দক্ষিণ, উত্তর, পশ্চিম ছাত্রদলসহ ঢাকার বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা উপস্থিত হয়েছেন। এছাড়াও টিএসসির কাছাকাছি অবস্থান নিয়েছেন ঢাকার বিভিন্ন কলেজ ছাত্রদলের নেতাকর্মীরা।
কবি নজরুল কলেজ ছাত্রদলের সদস্যসচিব নাজমুল হাসান জানান, আজকের সমাবেশ ফ্যাসিবাদমুক্ত বাংলাদেশে সম্প্রতির বার্তা দেওয়ার সমাবেশ। এনসিপিকে আমরা আমাদের পূর্ব নির্ধারিত স্থান ছেড়ে দিয়ে সেই বার্তা দিয়েছি। এছাড়াও ভবিষ্যতে গণতন্ত্র রক্ষায় আমরা যা যা করবো, তার একটা রোডম্যাপ ঘোষণা করা হবে।
এদিকে কেন্দ্রীয় ছাত্রদল থেকে জানানো হয়, সমাবেশ সফল করতে ইতোমধ্যেই সব প্রস্তুতি নেওয়া হয়েছে। একইসঙ্গে আজকের সমাবেশের কারণে সৃষ্ট নগরবাসীর ভোগান্তির কথা শিকার করে আগেই দুঃখ প্রকাশ করেছেন তারা।