আজ পবিত্র আশুরা। মহররম মাসের ১০ তারিখ মানেই মুসলিম উম্মাহর শোকের দিন। রাতে পুরান ঢাকার হোসাইনী দালান থেকে আয়োজন করা হয় শোকযাত্রা। এই দিনটি মুসলমানদের কাছে সত্য ও ন্যায় প্রতিষ্ঠারও দিন।
মহান আল্লাহর রহমত ও ক্ষমা পাওয়ার আশায় ধর্মপ্রাণ মুসলমানরা নফল রোজা, নামাজ, দান-খয়রাত ও জিকির-আসকারের মধ্য দিয়ে দিনটি পালন করেন।
৬১ হিজরি সালের এই দিনে হজরত মুহাম্মদ (সা.) এর দৌহিত্র ইমাম হোসাইন ও তার পরিবারের সদস্যরা ইয়াজিদের সৈন্যদের হাতে কারবালার ময়দানে শহীদ হন। শোকাবহ সে ঘটনার স্মরণে হোসাইনী দালান থেকে শোকযাত্রা বের হয়। কারবালার সেই যুদ্ধ স্মরণে শোক মিছিলে অংশ নেন ভক্তরা। কালো পোশাক, আর কণ্ঠে ‘হায় হোসেন, হায় হোসেন’ ধ্বনিতে মাতম করেন তারা। আশুরার মূল শোক যাত্রাটি আজ রোববার সকাল ১০টায় হোসাইনী দালান থেকে আবার শুরু হবে।
বাসস জানিয়েছে, পবিত্র আশুরা উপলক্ষে দেওয়া এক বাণীতে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস বলেছেন, পবিত্র আশুরা জুলুম ও অবিচারের বিপরীতে সত্য ও ন্যায় প্রতিষ্ঠায় মানবজাতিকে শক্তি ও সাহস জোগাবে।
পবিত্র আশুরার শোকাবহ এই দিনে সর্বশ্রেষ্ঠ নবী ও রাসুল হজরত মুহাম্মদ (সা.) এর প্রাণপ্রিয় দৌহিত্র হজরত ইমাম হোসেন (রা.)–সহ কারবালার প্রান্তরে মর্মান্তিকভাবে শাহাদাত বরণকারী সবার প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন অধ্যাপক মুহাম্মদ ইউনূস। এই মহিমান্বিত দিনটির তাৎপর্য ধারণ করে মহান আল্লাহর নৈকট্য লাভে সবার প্রতি বেশি বেশি নেক আমল করার আহ্বান জানান প্রধান উপদেষ্টা।