সিলেটের ওসমানীনগর উপজেলার কুরুয়া এলাকায় ভয়াবহ সড়ক দুর্ঘটনা ঘটেছে। আজ শনিবার (৫ জুলাই) সকালে এনা ও ইউনিক পরিবহনের দুটি বাসের মধ্যে এই সংঘর্ষের ঘটনা ঘটে। এতে একজন নিহত ও অন্তত ১২ জন আহত হয়েছেন। দুর্ঘটনায় নিহত রাজু (২৬) ফরিদপুর জেলার নগরকান্দা উপজেলার নাগারদিয়া গ্রামের জাফর শেখের পুত্র। তিনি ইউনিক পরিবহনের চালকের সহকারী ছিলেন।
জানা যায়, ওসমানীনগরের ৭নং দয়ামীর ইউনিয়ন পরিষদের কুরুয়া এলাকায় সকাল ৬টার দিকে ঢাকা থেকে সিলেটগামী এনা পরিবহন (নম্বর: ঢাকা-মেট্রো-ব-১৫-২২৯৭) ও সিলেট থেকে ঢাকাগামী ইউনিক পরিবহন (নম্বর: ঢাকা-মেট্রো-ব-১৪-১৩৫১) – এই দুই বাসের মুখোমুখি সংঘর্ষ হয়। দুর্ঘটনায় বাস দু’টির চালকসহ আরও অন্তত ১২ জন যাত্রী আহত হয়েছেন। তাদের সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে উদ্ধার কার্যক্রম চালান।
শেরপুর হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) পরিমল দেব ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, সংঘর্ষে এক বাসের সহকারী নিহত হয়েছেন এবং বেশ কয়েকজন আহত হয়েছেন। দুর্ঘটনার পর বাস দুটি রাস্তা থেকে সরিয়ে যান চলাচল স্বাভাবিক করা হয়েছে।