শিক্ষাকে যথাযথভাবে বাস্তবায়নের জন্য প্রয়োজন দক্ষ ও মানবিক মূল্যবোধসম্পন্ন শিক্ষক: প্রফেসর ড. এএসএম আমানুল্লাহ

জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভিসি প্রফেসর ড. এএসএম আমানুল্লাহ বলেছেন, শিক্ষকদের প্রশিক্ষণের মাধ্যমে দক্ষতা সম্পন্ন করে গড়ে তুলতে সীমান্তিক আইডিয়াল টিচার্স ট্রেনিং কলেজ সিলেট কাজ করে যাচ্ছে। শিক্ষাকে যথাযথভাবে বাস্তবায়নের জন্য প্রয়োজন যোগ্য, দক্ষ ও মানবিক মূল্যবোধসম্পন্ন শিক্ষক। টিচার্স ট্রেনিং কলেজগুলোর মাধ্যমে আমরা এমন শিক্ষকেরই প্রস্তুতি নিশ্চিত করতে চাই।
তিনি বলেন, জাতীয় বিশ্ববিদ্যালয় শুধু সনদ প্রদানে সীমাবদ্ধ নয়, বরং শিক্ষার গুণগত মান উন্নয়নের লক্ষ্যে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। টিচার্স ট্রেনিং কলেজসমূহে আধুনিক শিক্ষা পদ্ধতি, গবেষণামূলক কার্যক্রম এবং প্রশিক্ষণ কার্যক্রম আরও সমৃদ্ধ করতে বিশ্ববিদ্যালয় নানা পদক্ষেপ গ্রহণ করছে। তিনি আরো বলেন, টিচার্স ট্রেনিং কলেজে প্রশিক্ষণ গ্রহণ করে শিক্ষকরা শিক্ষার্থীদের জ্ঞানের ভান্ডার সমৃদ্ধ করতে সর্বদা কাজ করে যাচ্ছেন। তিনি রোববার (২৬ মে) বিকেলে নগরীর উপশহর পয়েন্ট সংলগ্ন মাছিমপুরস্থ সীমান্তিক কমপ্লেক্সের হলরুমে সীমান্তিক আইডিয়াল টিচার্স ট্রেনিং কলেজ সিলেটের শিক্ষকদের সাথে আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন।
সীমান্তিক আইডিয়াল টিচার্স ট্রেনিং কলেজের অধ্যক্ষ মো. আব্দুর রউফ তাপাদার এর সভাপতিত্বে মতবিনিময় সভায় বক্তব্য ও উপস্থিত ছিলেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার প্রফেসর ড. এটিএম জাফরুল আযম, জাতীয় বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের পরিচালক যথাক্রমে মো. আমিনুল আক্তার, মো. শফিউল করিম, মো. মোছলেম উদ্দিন, মো.আব্দুস সালাম, আবু হুরায়রা। এছাড়াও সীমান্তিক আইডিয়াল টিচার্স ট্রেনিং কলেজের শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন।

প্রতিনিধি
Leave a comment
এই বিভাগের আরো সংবাদ

সিলেট নগরীর কে কোন হাট ইজারা পেলেন
সিলেট সিটি কর্পোরেশনের ব্যবস্থাপনায় স্থাপিত নগরীর অস্থায়ী পশুর হাট ৬টির দরপত্র যাচাই-বাছাইপ্রক্রিয়া টি মঙ্গলবার সমপন্নবিস্তারিত

সিলেটে একদিনে ৮২ জনকে পুশইন
সিলেট বিভাগের সীমান্ত এলাকা দিয়ে একদিনে ৮২ জনকে পুশইন করেছে বিএসএফ। আজ বুধবার (২৮ মে)বিস্তারিত