জামিনে মুক্ত হয়ে যা বললেন ফারিয়া

রোববার (১৮ মে) থাইল্যান্ড যাওয়ার সময় বিমানবন্দরে গ্রেপ্তার হন জনপ্রিয় চিত্রনায়িকা নুসরাত ফারিয়া। রাজধানীর ভাটারা থানায় তাঁর বিরুদ্ধে জুলাই আন্দোলনের একটি হত্যাচেষ্টা মামলা রয়েছে। তবে অভিনেত্রীর গ্রেপ্তারের খবরে সামাজিকমাধ্যমে ব্যাপক প্রতিক্রিয়া সৃষ্টি হয়। এই ঘটনার সমালোচনা করেন অনেকে। অবশেষে কাশিমপুর কারাগার থেকে আজ মঙ্গলবার জামিনে মুক্ত হয়েছেন তিনি।
দুঃসময়ে পাশে দাঁড়ানোর জন্য সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন ফারিয়া। অভিনেত্রীর ভেরিফায়েড ফেসবুক পোস্টে অ্যাডমিনের বরাতে তিনি বলেন, ‘সকলকে অনেক অনেক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা, যারা আমার পাশে ছিলেন। শারীরিক অসুস্থতার জন্য আজ কথা বলতে পারিনি। সুস্থ হয়ে খুব দ্রুত ফিরে আসব আপনাদের মাঝে।’
মূলত গ্রেপ্তার হওয়ার পর থেকেই দুশ্চিন্তায় ছিলেন অভিনেত্রীর ভক্তরা। অবশেষে জামিনের খবরে স্বস্তি প্রকাশ করেন তাঁরা।
প্রসঙ্গত, গ্রেপ্তারের পর সোমবার (১৯ মে) নুসরাত ফারিয়াকে কারাগারে প্রেরণের নির্দেশ দেন আদালত। একইসঙ্গে জামিন শুনানির জন্য ২২ মে দিন ধার্য করা হয়। তবে ব্যাপক সমালোচনার মুখে আজ মঙ্গলবার অভিনেত্রীর জামিন মঞ্জুর করেন আদালত।
হত্যাচেষ্টার ওই মামলায় নুসরাত ফারিয়া ছাড়াও আসামি করা হয় অপু বিশ্বাস, আশনা হাবিব ভাবনা, জায়েদ খানসহ ১৭ জন তারকাকে। এ ছাড়াও গণহত্যায় অভিযুক্ত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং তার সরকারের সংশ্লিষ্ট ২৮৩ জন এবং অজ্ঞাতপরিচয় তিন-চারশ’ জনকে ওই মামলায় আসামি করা হয়েছে।
Leave a comment
Related News

জামিনে মুক্ত হয়ে যা বললেন ফারিয়া
রোববার (১৮ মে) থাইল্যান্ড যাওয়ার সময় বিমানবন্দরে গ্রেপ্তার হন জনপ্রিয় চিত্রনায়িকা নুসরাত ফারিয়া। রাজধানীর ভাটারাবিস্তারিত

নুসরাত ফারিয়া কারাগারে
জুলাই আন্দোলন কেন্দ্রিক ভাটারা থানাধীন এনামুল হক হত্যাচেষ্টা মামলায় চিত্রনায়িকা নুসরাত ফারিয়াকে কারাগারে পাঠানো হয়েছে।বিস্তারিত