Home » বেলজিয়ামের বিপক্ষে মাঠে ফিরছেন মার্সেলো

বেলজিয়ামের বিপক্ষে মাঠে ফিরছেন মার্সেলো

ডেস্ক নিউজ:  সার্বিয়ার বিপক্ষে গ্রুপ পর্বের শেষ ম্যাচে পিঠে ব্যথা নিয়ে মাঠ ছাড়েন মার্সেলো। তাতে শেষ ষোলোতে মেক্সিকোর বিপক্ষে জায়গা হয়নি তার। ব্রাজিলের কোচ তিতে জানালেন, বেলজিয়ামের বিপক্ষে শুক্রবারের কোয়ার্টার ফাইনালে ফিরছেন এই ফুল ব্যাক। সার্বিয়ার সঙ্গে ২-০ গোলে জেতার ম্যাচে মাত্র ১০ মিনিট মাঠে ছিলেন মার্সেলো। রিয়াল মাদ্রিদের এই ডিফেন্ডারকে পিঠের ব্যথায় কাতরাতে দেখা যায়। ওই ম্যাচে ফিলিপ লুইস তার জায়গা নেয়। মেক্সিকোর বিপক্ষেও মার্সেলোর বদলে মাঠে ছিলেন লুইস। বৃহস্পতিবার কাজানে মার্সেলোর ফেরার সুখবর দিলেন তিতে, ‘স্বাস্থ্যগত কারণে মার্সেলো মাঠ ছেড়েছিল। সমস্যা থাকায় সে পরের ম্যাচে ফেরেনি। ওই দুই ম্যাচ ফিলিপ লুইস ভালো খেলেছিল। আমি তাদের দুজনের সঙ্গে কথা বলেছি। মার্সেলো ফিরছে।’ অবশ্য একাদশে রিয়াল মাদ্রিদ ফুল ব্যাককে ফেরানোর ব্যাপারে নিশ্চিত করতে পারেননি ব্রাজিল কোচ। শেষ ষোলোতে দ্বিতীয় হলুদ কার্ড দেখায় বেলজিয়ামের বিপক্ষে নিষিদ্ধ কাসেমিরো। তার জায়গায় খেলবেন ম্যানসিটি মিডফিল্ডার ফের্নান্দিনিয়ো। কোয়ার্টার ফাইনালে ব্রাজিলের নেতৃত্ব দেবেন মিরান্দা। রবের্তো মার্তিনেসের বেলজিয়ামকে নিয়ে সতর্ক এই ডিফেন্ডার, ‘বেলজিয়াম কেবল (রোমেলু) লুকাকু নয়। তারা অনেক শক্ত আগ্রাসী দল। কিন্তু প্রতিপক্ষকে থামানোর প্রধান উপায় হলো মাঠে থাকা সব খেলোয়াড়দের নিয়ে সতর্ক থাকতে হবে। কারণ তাদের বেশ কয়েকজন মানসম্পন্ন খেলোয়াড় আছে। তারা অনেক দক্ষ। প্রতিপক্ষের আক্রমণভাগকে নিষ্প্রভ করে দিতে আমাদের ডিফেন্ডাররা ভালো প্রস্তুতি নিয়েছে ।

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *