Home » নিজস্ব টয়লেট নিয়ে সিঙ্গাপুরে এসেছেন কিম

নিজস্ব টয়লেট নিয়ে সিঙ্গাপুরে এসেছেন কিম

অনলাইন ডেস্ক : মঙ্গলবার যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের সঙ্গে ঐতিহাসিক বৈঠকে বসছেন উত্তর কোরিয়ার সর্বোচ্চ নেতা কিম জং উন। সিঙ্গাপুরের সেন্তোসা দ্বীপের ক্যাপেল্লা হোটেলে মিলিত হবেন এ দুই নেতা। বৈঠক অংশ নিতে ইতোমধ্যে সিঙ্গাপুরে পৌঁছেছেন কিম জং উন।
কিম তার ব্যক্তিগত গোপনীয়তা রক্ষায় নিজস্ব ব্যবহার্য জিনিসপত্র নিয়ে সিঙ্গাপুরে এসেছেন। বাদ যায়নি টয়লেটও! বিমানে করে ভাসমান টয়লেট নিয়েই পৌঁছেছেন তিনি। বেশ কয়েকটি টয়লেটের মধ্যে একটি রয়েছে তার নিজের মার্সিডিজ গাড়ির ভেতরেও।
উত্তর কোরিয়ার সংবাদমাধ্যম ডেইলি নর্থকোরিয়া ২০১৫ সালে এক প্রতিবেদনে জানায়, কিম জং উনের ব্যক্তিগত ট্রেনেই শুধু তার বিশ্রাম কক্ষ আছে এমনটা নয় বরং তিনি মাঝারি অথবা ছোট আকারের যে গাড়ি অথবা বিশেষ বাহনে ভ্রমণ করেন না কেন তার সবগুলোই নকশা করা হয় পাহাড়ি অথবা তুষারাবৃত পথেও চলাচলের উপযোগী করে।
উত্তর কোরিয়ার এই নেতার শারীরিক অবস্থা নিয়ে সর্বোচ্চ গোপনীয়তা বজায় রাখা হয়। উত্তর কোরিয়ার গার্ড কমান্ডের সাবেক সদস্য লি ইয়ুন-কিওল বলেন, পাবলিক টয়লেট ব্যবহার করেন না উত্তর কোরিয়ার এই নেতা। বরং সফরের সময় তার আশপাশে সবসময় রাখা হয় ভাসমান টয়লেট।
তিনি বলেন, নেতার মল পরীক্ষা করলে তার শারীরিক অবস্থার তথ্য পাওয়া যেতে পারে; যে কারণে এই বর্জ্য যেখানে সেখানে ফেলা হয়না।

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *