ডেস্ক নিউজ : গতকাল শনিবার ৯ জুন দুপুরে (বাংলাদেশ সময়) কানাডায় জি-সেভেন আউটরিচ বৈঠকের মূল অধিবেশনে রোহিঙ্গা সংকট সমাধানে মিয়ানমারের প্রশ্নবিদ্ধ ভূমিকা তুলে ধরে মিয়ানমারের প্রতি চাপ প্রয়োগের আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।’
এর আগে, জি সেভেন এর আউটরিচ বৈঠকে অংশ নিতে বিশ্বনেতাদের সাথে সম্মেলনস্থলে পৌঁছান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ সময়, এবারের সম্মেলনের আয়োজক সরকার প্রধান হিসেবে শেখ হাসিনাকে স্বাগত জানান কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো। বিশ্বের অর্থনৈতিক ও শিল্পোন্নত সাত পরাশক্তির সংগঠন জি-সেভেন এর সম্মেলনে সদস্য দেশগুলোর পাশাপাশি বিশ্বের সম্ভাবনাময় ১৫ নেতাকে আমন্ত্রণ জানানো হয়।’
এরপর আউটরিচ বৈঠকের মূল অধিবেশনে যোগ দেন প্রধানমন্ত্রী।’ সেখানে বিশ্ব নেতাদের সামনে রোহিঙ্গা সংকট সমাধানে মিয়ানমারের প্রশ্নবিদ্ধ ভূমিকা তুলে ধরে বক্তব্য রাখেন তিনি। এই পরিস্থিতির সমাধানে চার দফা প্রস্তাব তুলে ধরে তিনি বলেন, রোহিঙ্গা নির্যাতকদের অবশ্যই বিচারের মুখোমুখি করার ব্যবস্থা করতে হবে।’
পরে, জি-সেভেন এর আউটরিচ বৈঠকের নেতৃবৃন্দের সাথে আনুষ্ঠানিক আলোকচিত্রে অংশ নেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।’ সূত্র: সময় টিভি