Home » রংপুর আনসার-ভিডিপির ‘‘শুদ্ধাচার কৌশল প্রশিক্ষণ’’ অনুষ্ঠিত

রংপুর আনসার-ভিডিপির ‘‘শুদ্ধাচার কৌশল প্রশিক্ষণ’’ অনুষ্ঠিত

রংপুর রেঞ্জের ১ম ও ২য় শ্রেণির ২৫ জন কর্মকর্তার বার্ষিক কর্মসম্পাদন চুক্তি (এপিএ) এর আওতাধীন ‘‘জাতীয় শুদ্ধাচার প্রতিপালন সম্পর্কিত প্রশিক্ষণ-২০২৩’’ ভার্চুয়াল অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৬ মে) রংপুর নগরীর মাহিগঞ্জ আনসার ও ভিডিপি প্রশিক্ষণ কেন্দ্রের হলরুমে দিনব্যাপী পৃথক পৃথক ২টি আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, রংপুর আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর রেঞ্জ পরিচালক মোঃ আব্দুস সামাদ বিভিএম, পিভিএমএস। প্রশিক্ষণে ভার্চুয়ালে প্রধান আলোচক হিসেবে ছিলেন আনসার-ভিডিপি সদর দপ্তরের উপ-পরিচালক (জেনারেল) মোঃ আশরাফুজ্জামান। রংপুর আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর রেঞ্জ পরিচালক মোঃ আব্দুস সামাদ বিভিএম, পিভিএমএস বলেন, বাংলাদেশকে সোনার বাংলায় পরিণত করতে অক্লান্ত পরিশ্রম ও প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন বঙ্গবন্ধুর সুযোগ্য কন্যা গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সেই সোনার বাংলা গড়তে এবং ৪১ সালের মধ্যে উন্নত দেশে পরিণত করতে শুদ্ধাচারের মাধ্যমে সরকারি কাজের পদ্ধতির সংস্কার ও উন্নয়ন করতে হবে। এ সময় উপস্থিত ছিলেন, নবাগত ১১ আনসার ব্যাটালিয়ন দিনাজপুর বাংলা হিলি অধিনায়ক এএইচএম মেহেদী হাসান, সহকারী জেলা কমান্ড্যান্ট ফরিদা পারভীন সুলতানা, সহকারী পরিচালক মুহাম্মদ আছাদুজ্জামান, সার্কেল অ্যাডজুট্যান্ট মাহাবুব-উজ-জামান প্রমুখ।

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *