Home » সিলেটে পবিত্র মাহে রমজানের তাৎপর্য শীর্ষক আলোচনা সভা ও ইফতার মাহফিল “হৃদয়ে জকিগঞ্জ” এর

সিলেটে পবিত্র মাহে রমজানের তাৎপর্য শীর্ষক আলোচনা সভা ও ইফতার মাহফিল “হৃদয়ে জকিগঞ্জ” এর

শুক্রবার (৩১ মার্চ) বিকেলে সিলেট নগরীর বন্দরবাজারস্থ হোটেল মেট্রো ইন্টারন্যাশনালে জকিগঞ্জের বিশিষ্ট ব্যক্তিবর্গদের সম্মানে এ ইফতার মাহফিলের আয়োজন করা হয়।
“হৃদয়ে জকিগঞ্জ,সিলেট” নামক সামাজিক এ সংগঠনটির সভাপতি হাফিজ শাহিদুর রহমানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক এম. রুহেল লস্কর-এর পরিচালনায় শুরুতে স্বাগত বক্তব্য রাখেন সংগঠনের অর্থ সম্পাদক জুনেদ আহমদ।
প্রধান অতিথির বক্তব্য রাখেন সিলেট মহানগর আওয়ামী লীগের সহ সভাপতি হৃদয়ে জকিগঞ্জ সিলেট এর উপদেষ্টা আসাদ উদ্দিন আহমদ।

প্রধান বক্তার বক্তব্য রাখেন জকিগঞ্জ উপজেলা পরিষদ-এর চেয়ারম্যান হৃদয়ে জকিগঞ্জ সিলেট এর উপদেষ্টা আলহাজ্ব লোকমান উদ্দিন চৌধুরী। বিশেষ অতিথির বক্তব্য রাখেন জাতীয় পার্টির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ও সিলেট জেলা জাতীয় পার্টির সদস্য সচিব সাইফুদ্দিন খালেদ, জকিগঞ্জ উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও সাবেক পৌর মেয়র ইকবাল আহমদ, সিলেট জেলা পরিষদ-এর ১৩নং ওয়ার্ড সদস্য ইফজাল আহমদ চৌধুরী, জকিগঞ্জ উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান হৃদয়ে জকিগঞ্জ সিলেট এর উপদেষ্টা মাওলানা আব্দুস সবুর, সাবেক ভাইস চেয়ারম্যান গোলাম রোকবানী চৌধুরী জাবেদ, লুৎফুর রহমান স্কুল এন্ড কলেজের সাবেক অধ্যক্ষ ও এনজিও ব্যক্তিত্ব মাজেদ আহমদ চঞ্চল, ইছামতি ডিগ্রী কলেজের প্রিন্সিপাল জালাল আহমদ, সিলেট মহানগর সেচ্ছাসেবক দলের আহবায়ক হৃদয়ে জকিগঞ্জ সিলেট এর উপদেষ্টা মাহবুবুল হক চৌধুরী, ৩নং কাজলসার ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোঃ আশরাফুল আম্বিয়া, সাবেক চেয়ারম্যান এডভোকেট মোস্তাক আহমদ, সিলেট জেলা খেলাফত মজলিসের সহ সভাপতি হৃদয়ে জকিগঞ্জ সিলেট এর উপদেষ্টা মাওলানা মুখলিসুর রহমান, জাতীয় ইমাম সমিতি সিলেট মহানগর সভাপতি মাওলানা হাবিব আহমদ শিহাব প্রমূখ।

অনুষ্ঠানে কলরবের শিল্পী আহমদ আব্দুল্লাহ ও চেতনার শিল্পী রেজাউল করীমের কন্ঠে হামদ ও নাত পরিবেশন করা হয়।
এছাড়া অনুষ্ঠানে বিভিন্ন শ্রেণী-পেশার বিশিষ্ট ব্যক্তিবর্গ সহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

আলোচনা সভায় জকিগঞ্জের দরগাবাহারপুরস্থ জামিয়া দারুল আজহার-এর একজন গরীব ও মেধাবী ছাত্রের পড়ালেখার জন্য নগদ অর্থ জামিয়া’র প্রিন্সিপাল মাওলানা আব্দুল হামিদ জালাল নিকট তুলে দেয়া হয়।

আলোচনা সভা শেষে মোনাজাত করেন সিলেট দরগাহ মাদ্রাসার মুহাদ্দিস জকিগঞ্জের কৃতি সন্তান মাওলানা আতাউল হক জালালাবাদী।

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *