Home » ইংলিশ ক্লাবের ফুটবলারদের নিয়েই ব্রাজিল দল ঘোষণা

ইংলিশ ক্লাবের ফুটবলারদের নিয়েই ব্রাজিল দল ঘোষণা

চলতি মাসে বিশ্বকাপ বাছাইপর্বের গুরুত্বপূর্ণ কয়েকটি ম্যাচ খেলেছে ব্রাজিল। যদিও চিরপ্রতিদ্বন্দী আর্জেন্টিনার বিপক্ষের ম্যাচটি মাঠে গড়ানোর পর পরই বন্ধ হয়ে যায়। ওই ম্যাচগুলোতে ব্রাজিল কোচ তিতে ইংলিশ লিগে খেলা বেশ কিছু খেলোয়াড়কে দলে পাননি। পরে ব্রাজিল ফুটবল ফেডারেশনের (সিবিএফ) আবেদনে সেসব খেলোয়াড়দের ইংলিশ লিগে পাঁচদিন নিষিদ্ধ করে ফিফা।

অক্টোবরে বিশ্বকাপ বাছাই পর্বে তিনটি ম্যাচে মাঠে নামবে ব্রাজিল। তাই বিশ্বকাপ বাছাইয়ে ইংল্যান্ডে খেলা ৮ ফুটবলারকে পেতে আত্মবিশ্বাসী ব্রাজিল। তাদের রেখেই পরবর্তী তিন ম্যাচের জন্য ২৫ সদস্যের দল সাজিয়েছেন কোচ তিতে। ২০২২ কাতার বিশ্বকাপ বাছাইপর্বে আগামী মাসে ম্যাচগুলো খেলবে সেলেকাওরা। ৮ অক্টোবর ভেনেজুয়েলা, ১১ অক্টোবর কলম্বিয়া এবং ১৫ অক্টোবর উরুগুয়ের বিপক্ষে মাঠে নামবে তারা।

ব্রাজিলীয় কোচ তিতে ঘোষিত দলে ইংলিশ লিগে খেলা ৮ ফুটবলার হলেন এলিসন, ফ্যাবিনহো, গাব্রিয়েল জেসুস, এদারসন, থিয়াগো সিলভা, ফ্রেদ, এমারসন ও রাফিনহা।

ব্রাজিল দল:

গোলরক্ষক: অ্যালিসন (লিভারপুল), ওয়েভেরটন (পালমেইরাস), এডারসন (ম্যানচেস্টার সিটি)

ডিফেন্ডার:দানিলো (জুভেন্তাস), গিলেরমো আরানা (আতলেতিকো মিনেইরো), আলেক্স সান্দ্রো (ইউভেন্তুস), এমারসন রয়াল (টটেনহ্যাম হটস্পার), এডারর মিলিতাও (রিয়াল মাদ্রিদ), লুকাস ভেরিসিমো (বেনফিকা), মার্কিনিয়োস (পিএসজি), থিয়াগো সিলভা (চেলসি)

মিডফিল্ডার: ক্যাসেমিরো (রিয়াল মাদ্রিদ), ফ্যাবিনিয়ো (লিভারপুল), ফ্রেড (ম্যানচেস্টার ইউনাইটেড), এদেনিলসন (স্পোর্ত ক্লাব ইন্তারনাসিওনাল), জেরসন (মার্সেই), লুকাস পাকেতা (অলিম্পিক লিওঁ), এভারটন রিবেইরো (ফ্লামেঙ্গো)

ফরোয়ার্ড: নেইমার (পিএসজি), আন্তোনি (আয়াক্স), রাফিনিয়া (লিডস ইউনাইটেড), ভিনিসিয়াস জুনিয়র (রিয়াল মাদ্রিদ), গাব্রিয়েল জেসুস (ম্যানচেস্টার সিটি), মাথেউস কুনিয়া (হের্থা বার্লিন), গাবি (ফ্লামেঙ্গো)।

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *