Home » অস্ট্রেলিয়ায় ভূমিকম্প, রিখটার স্কেলে কম্পনের মাত্রা ৫.৯

অস্ট্রেলিয়ায় ভূমিকম্প, রিখটার স্কেলে কম্পনের মাত্রা ৫.৯

অনলাইন ডেস্ক: অস্ট্রেলিয়ার মেলবোর্নে আজ বুধবার সকালে ভূমিকম্প অনুভূত হয়েছে। দেশটির দ্বিতীয় বৃহত্তম শহর মেলবোর্নে সকাল ৯টার পরপরই আঘাত হানা ভূমিকম্প পাঁচ দশমিক নয় মাত্রার ছিল বলে জানা গেছে। সংবাদ সংস্থা এএফপির বরাত দিয়ে এনডিটিভি এসব তথ্য জানায় যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) প্রথমে ভূমিকম্পের মাত্রা পাঁচ দশমিক আট জানায়। পরে তা সংশোধন করে পাঁচ দশমিক নয় ছিল বলে জানায়।

বুধবার সকালে মেলবোর্ন শহরসহ এর ২০০ কিলোমিটার বিস্তৃত এলাকা পর্যন্ত ভূকম্পন অনুভূত হয়। মেলবোর্নের একটি ঘরের দেওয়ালের অংশ ভেঙে ইট খুলে পড়েছে। গুরুতর কোনো ক্ষয়ক্ষতির কথা জানা যায়নি। তবে আতঙ্কিত লোকজনকে ছুটোছুটি করে নিরাপদে যেতে দেখা গেছে।এ ছাড়া ভূগর্ভের ১০ কিলোমিটার গভীর থেকে ভূমিকম্পটির উৎপত্তি বলে জানায় ইউএসজিএস।

ভূমিকম্পে ক্ষয়ক্ষতির ঘটনা ঘটেনি বলে জানিয়েছেন জাতিসংঘের সাধারণ অধিবেশনে যোগ দিতে যুক্তরাষ্ট্রে অবস্থানরত অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী স্কট মরিসন। দক্ষিণপূর্ব অস্ট্রেলিয়ার জনবসতিপূর্ণ এলাকায় এমন উল্লেখযোগ্য মাত্রার ভূমিকম্পের ঘটনা বিরল বলে উল্লেখ করেছেন প্রধানমন্ত্রী স্কট মরিসন।

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *