Home » যাত্রী, চালক ও হেলপারদের সচেতনতায় লিফলেট বিতরণ

যাত্রী, চালক ও হেলপারদের সচেতনতায় লিফলেট বিতরণ

ডেস্ক নিউজ: যাত্রী, চালক ও হেলপারদের সচেতন করার লক্ষ্যে রাজধানীর কাকলীতে লিফলেট ও স্টিকার বিতরণ করেছে ট্রাফিক উত্তর বিভাগ। বুধবার সকাল ১১টায় কাকলীতে ট্রাফিকের এ সচেতনতামুলক কার্যক্রমে অংশ নেন চলচ্চিত্রের নায়ক-নায়িকাসহ ট্রাফিক বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তারা। ট্রাফিক উত্তর বিভাগের উপ-কমিশনার প্রবীর কুমার রায় জানান, পবিত্র মাহে রমজান ও ঈদুল ফিতর উপলক্ষে এ জনসচেতনতামুলক কার্যক্রম চালানো হয়। বিতরণ করা লিফলেটে ও স্টিকারে মোটরযান আইন, সড়ক দুর্ঘটনার কারণ, মোটরযান চালানোর বিভিন্ন নিয়মকানুন, ট্রাফিক সাইন, দুর্ঘটনা রোধকল্পে চালকদের করণীয়, যাত্রীদের সঙ্গে হেলপার ও ড্রাইভারদের আচরণসহ নানা বিষয় উল্লেখ রয়েছে। ভবিষ্যতেও এই আয়োজন অব্যাহত রাখা হবে বলে জানান তিনি। লিফলেট বিতরনে অংশ নেন ট্রাফিক উত্তর বিভাগের অতিরিক্ত উপ-কমিশনার মোহাম্মদ নাজমুল আলম, অতিরিক্ত উপ-কমিশনার রহিমা আক্তার লাকী, সিনিয়র সহকারী কমিশনার মো. জুনায়েদ আলম, চিত্রনায়ক জায়েদ খান, চিত্রনায়ক জয় ও চিত্র নায়িকা শাহানূরসহ ট্রাফিক উত্তর বিভাগের কর্মকর্তারা।

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *