বিনোদন প্রতিনিধি : শাকিব খানের প্রথম ছবি ‘অনন্ত ভালোবাসা’ মুক্তি পায় ১৯৯৯ সালের ২৮ মে। ছবিটি পরিচালনা করেছিলেন সোহানুর রহমান সোহান। ছবিতে তার বিপরীতে অভিনয় করেছিলেন মৌসুমীর ছোট বোন ইরিন জামান। সেই হিসেবে ১৯ বছর পেরিয়ে ২০ বছরে পা রাখলেন শাকিব খান। এখন তিনি বাংলাদেশের পাশাপাশি ভারতের ছবিতেও সমানভাবে কাজ করছেন। ‘শিকারি’ ছবি দিয়ে প্রথম কলকাতার বাজারে পা রাখেন তিনি। এরপর নবাব, মাস্ক, ভাইজাইন এলোরে সহ আরো বেশ কিছু কলকাতার ছবিতে কাজ করেছেন তিনি।
চলচ্চিত্র জগতে ২০ বছর পদার্পন নিয়ে কিং খান বলেন, ‘প্রথম ছবি থেকেই আমি দর্শকদের ভালোবাসা পেয়েছি। সবার ভালোবাসা আমার জন্য উৎসাহ হয়ে কাজ করেছে। আমি আমার সর্বোচ্চ চেষ্টা দিয়ে কাজ করে যাচ্ছি। সবাই দোয়া করবেন আমি যেন বাংলাদেশের চলচ্চিত্রকে বিশ্ব দরবারে নিয়ে যেতে পারি, আর সুস্থ শরীরে সারাজীবন কাজ করতে পারি।’
চলচ্চিত্রে যার হাত ধরে আসা, সেই পরিচালক সোহানুর রহমান সোহান শাকিব খানকে নিয়ে বললেন, ‘আমি ‘অনন্ত ভালোবাসা’ ছবিটি যখন নির্মাণ করার প্রস্তুতি নিই, তখনই চিন্তা করি নতুন এক জোড়া ছেলেমেয়ে নিয়ে কাজটি করবো। সে সময় ডান্স ডিরেক্টর আজিজ রেজা আমাকে শাকিব খানের ছবি দেখান। ছবি দেখার পর পরই আমার মনে হলো এই ছেলেটি ভালো করবে। তারপর কাজ শুরু, প্রথম ছবিতেই সে অনেক ভালো করেছে। আজও ভালো করছে।’
সোহান আরো বলেন, ‘শাকিব কলকাতার লোকাল প্রডাকশনে নিজের জায়গা করে নিয়েছে এবং দাপটের সাথে কাজ করছে। শুনেছি কলকাতার অনেক শিল্পীই এখন তাকে নিঁয়ে ভীত। এটা আমাদের জন্য অনেক বড় পাওয়া।’
নির্বাহী সম্পাদক