Home » ৯ উইকেটে নতুন রেকর্ডও হলো মিরাজের

৯ উইকেটে নতুন রেকর্ডও হলো মিরাজের

জিম্বাবুয়েকে গুঁড়িয়ে দিয়ে ২২০ রানের জয় তুলে নিয়েছে বাংলাদেশ। ব্যাটিং-বোলিং-ফিল্ডিং তিন বিভাগে আধিপত্য বিস্তার করে খেলেছে বাংলাদেশ। ঐক্যবদ্ধ পারফরম্যানন্সেই প্রায় সাড়ে চার বছর পর দেশের বাইরে জয়ের নিশান ওড়ানোর সুযোগ পেয়েছে বাংলাদেশ। তবে সবাইকে ছাপিয়ে বল হাতে দারুণ ভূমিকা রেখেছেন মেহেদী হাসান মিরাজ। বিদেশের মাটিতে পারফরম্যান্সে গত সাত বছর ধরে রেকর্ডটি নিজের কাছে রেখেছিলেন পেসার রবিউল ইসলাম। রবিবার সেই রেকর্ডের ভাগীদার হয়ে গেলেন মিরাজ।

শ্রীলঙ্কার বিপক্ষে ওয়ানডেতে দুর্দান্ত পারফর্ম করেই স্বীকৃতি পেয়েছিলেন মিরাজ। বোলারদের র‌্যাঙ্কিংয়ে উঠে আসেন দুই নম্বরে। ওয়ানডে সিরিজের ধারাবাহিকতায় ছন্দময় বোলিং করছেন টেস্টেও। হারারে টেস্টের প্রথম ইনিংসে ৫ উইকেটের পর দ্বিতীয় ইনিংসেও তুলে নিয়েছেন ৪ উইকেট। রবিবার পঞ্চম দিনে প্রথম সাফল্য তার হাত ধরেই, ফিরিয়ে দেন ক্রিজে থাকা ডিয়োন মায়ার্সকে। দুই বল পর ক্রিজে আসা নতুন ব্যাটসম্যান টিমাইসেন মারুমাকে এলবিডাব্লিউ ফাঁদে ফেলেন এই অফস্পিনার। এরপর জিম্বাবুয়ের শেষ উইকেটটি নিয়ে জয়ের উদযাপনে মাতলেন মিরাজ। সঙ্গে ১৭ মাস পর জয়হীন থাকা বাংলাদেশ জয়ের দেখা পেলো।

জিম্বাবুয়ের বিপক্ষে জয়ের অন্যতম নায়ক মিরাজ প্রথম ইনিংসে ৮২ রানে ৫ উইকেট নেওয়া পর দ্বিতীয় ইনিংসে ৬৬ রানে শিকার করেছেন ৪ উইকেট। সব মিলিয়ে ১৪৮ রানে তার শিকার ৯ উইকেট। যা দেশের বাইরে সেরা সাফল্য। ২০১৩ সালের জিম্বাবুয়ে সফরে ১৫৫ রানে ৯ উইকেট নিয়েছিলেন রবিউল ইসলাম। ওটাই ছিল বিদেশের মাটিতে বাংলাদেশি কোনও বোলারের সেরা সাফল্য। ২০০৯ সালে ১১০ রান খরচায় মাহমুদউল্লাহর শিকার ছিলেন ৮ ব্যাটসম্যান।

দেশের বাইরে বাংলাদেশের সেরা বোলিং:

মেহেদী হাসান মিরাজ– ৯/১৪৮ (হারারে, ২০২১)

রবিউল ইসলাম– ৯/১৫৫ (হারারে, ২০১৩)

মাহমুদউল্লাহ– ৮/১১০ (সেন্ট ভিনসেন্ট, ২০০৯)

সাকিব আল হাসান– ৮/১২৯ (গ্রেনাডা, ২০০৯)

খালেদ মাহমুদ– ৭/১০৫ (মুলতান, ২০০৩)

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *