রাশিয়ার রকেট দিয়ে মহাকাশে নাহিদ-২ নামের একটি স্যাটেলাইট উত্তক্ষেপণ করেছে ইরান। আজ শুক্রবার ইরানি রাষ্ট্রীয় টেলিভিশনের এক প্রতিবেদনের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা।
এতে বলা হয়, ১১০ কেজি ওজনের এই স্যাটেলাইটটি সম্পূর্ণভাবে ইরানি প্রকৌশলীদের দ্বারা ডিজাইন ও নির্মিত হয়েছে। রাশিয়ার ভোস্তোচনি কসমোড্রোম থেকে রুশ ‘সয়ুজ’ রকেটের মাধ্যমে এটি উৎক্ষেপণ করা হয়।
ইরানের মহাকাশ গবেষণার এই অগ্রগতি পশ্চিমা দেশগুলোর মধ্যে নতুন করে উদ্বেগের জন্ম দিয়েছে। তাদের আশঙ্কা, ইরানের মহাকাশ প্রযুক্তি তার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র কর্মসূচিকে উন্নত করতে ব্যবহার করা হতে পারে।
এই স্যাটেলাইট উৎক্ষেপণের ঘোষণা এমন এক সময় এল যখন তুরস্কের ইস্তাম্বুলে ইরান ও ইউরোপীয় দেশ—ব্রিটেন, ফ্রান্স এবং জার্মানির মধ্যে নতুন পারমাণবিক আলোচনা শুরু হয়েছে।
গত জুনের মাঝামাঝি সময়ে ইসরায়েল ইরানে হামলা চালায়, যার জেরে শুরু হয় ১২ দিনের সংঘাত। এরপর যুক্তরাষ্ট্র ইরানের পারমাণবিক স্থাপনায় হামলা চালায়। এই প্রেক্ষাপটেই আলোচনায় বসেছে সংশ্লিষ্ট দেশগুলো।
এর আগে ২০২৪ সালের ডিসেম্বরে ইরান তার ইতিহাসের সবচেয়ে ভারী স্যাটেলাইট মহাকাশে পাঠায়। এটিও ছিল ইরানের দেশীয় প্রযুক্তিতে তৈরি। একই বছরের সেপ্টেম্বরে ইরান চামরান-১ গবেষণা স্যাটেলাইট উৎক্ষেপণ করে ঘায়েম-১০০ রকেটের মাধ্যমে। এই রকেট নির্মাণ করেছে ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পসের মহাকাশ বিভাগ।
বার্তা বিভাগ প্রধান