Home » সবুজকুঁড়ির ৩ মাস ব্যাপী প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন

সবুজকুঁড়ির ৩ মাস ব্যাপী প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন

নিউজ ডেস্ক:

ইসলামী সংস্কৃতি কর্মীদের খুলুসিয়াতের সাথে কাজ করতে হবে

-নোমান আহমদ

‘অপসংস্কৃতির নগ্ন আগ্রাসন মোকাবেলায় ইসলামী সংস্কৃতি চর্চার বিকল্প নেই। ইসলামের স্বর্ণযুগ থেকে শুরু করে রাসুলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী হাসসান বিন ছাবিত রা., আল্লামা শেখ সাদী র. ও আল্লামা ইকবাল সহ যাদের কবিতায় রাসুলপ্রেমের দীপ্তি প্রজ্জ্বলিত হয়েছে সেই আলো থেকে আমাদের লেখক, কবি সাহিত্যিক ও সংস্কৃতি কর্মীদের হৃদয়কে আলোকিত করতে হবে। দুনিয়ার যশ খ্যাতি, লোভ লালসা ও সেলিব্রেটি হওয়ার ইচ্ছা আকাঙ্ক্ষাকে বিসর্জন দিয়ে আল্লাহ এবং রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সন্তুষ্টি অর্জনের নিমিত্তে আমাদের কাজ করে যেতে হবে। ইসলামী সংস্কৃতির ভূবনে সিলেটের সবুজকুঁড়ি একটি প্রিয় নাম। সুস্থ সংস্কৃতি চর্চায় সবুজকুঁড়ির হাতকে শক্তিশালী করতে হবে।’ ইসলামী সংস্কৃতির নির্মল আঙ্গিনা সবুজকুঁড়ির ৩ মাস ব্যাপী কেরাত, ইসলামী সংগীত ও উপস্থাপনা প্রশিক্ষণ কোর্সের ২য় ব্যাচের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে হবিগনজ বৃন্দাবন সরকারী কলেজের ইংরেজী প্রভাষক মাওলানা নোমান আহমদ এসব কথা বলেন। আজ ০৯ মার্চ শুক্রবার বাদ জুমআ সিলেট সোবহানীঘাট কামিল মাদরাসার কনফারেন্স হলে সবুজকুঁড়ির প্রধান পরিচালক রফীকুল ইসলাম মুবীনের সভাপতিত্বে এবং নির্বাহী পরিচালক মামুনূর রশীদের পরিচালনায় অনুষ্টানে স্বাগত বক্তব্য প্রদান করেন সবুজকুঁড়ির পরিচালক, জনপ্রিয় ইসলামী সংগীত শিল্পী মাওলানা সুলতান আহমদ। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন সিলেট মহানগর তালামীযের সাবেক সভাপতি এনাম উদ্দীন, মহানগর তালামীয সেক্রেটারী এস.এম মনোওয়ার হোসেন, সোবহানীঘাট কামিল মাদরাসা ছাত্র সংসদের জি এস মারুফ আহমদ, তালামীয সোবহানীঘাট মাদ্রাসা শাখার সেক্রেটারী সায়েম আহমদ। উপস্থিত ছিলেন কলন্দর শিল্পী গোষ্ঠীর পরিচালক মহিউদ্দীন, সবুজকুঁড়ির নির্বাহী পরিচালক তাহমিদ জাহান নাফিস, সবুজকুঁড়ির সদস্যসচিব আব্দুল আউয়াল, থিয়েটার পরিচালক তানভীর আহমদ চৌধুরী। মহাগ্রন্থ আল কোরআন থেকে তিলাওয়াত করেন প্রহরী শিল্পী গোষ্ঠীর পরিচালক শেখ আফজাল হোসাইন। পুরো অনুষ্ঠানটি লাইভ সম্প্রচার করে অভিযাত্রিক টিভি।

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *