পটুয়াখালী (রাঙ্গাবালী) প্রতিনিধিঃ ঢাকা-রাঙ্গাবালী নৌরুটে ঝুঁকিপূর্ণ ছোট নৌযান বন্ধ এবং ঝুঁকিমুক্ত নৌযান চালুর দাবিতে মানববন্ধন করেছেন পটুয়াখালী জেলার বঙ্গোপসাগর ও নদীবেষ্টিত রাঙ্গাবালী উপজেলার মানুষ।
রোববার বেলা ১১টার দিকে রাঙ্গাবালী উপজেলা ছাত্রলীগের আয়োজনে সর্বস্তরের মানুষ একর্মসূচিতে অংশ নেয়।
এসময় উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক মাহমুদ হাসান, উপজেলা ছাত্রলীগ সভাপতি খালিদ বিন ওয়ালিদ তালুকদার ও আরিফ মাহমুদ, জিসান উদ্দিন রাব্বিসহ মানববন্ধনে অংশ নেওয়া চরাঞ্চলের মানুষ দাবি করেন, রাঙ্গাবালী-ঢাকা নৌরুট বাংলাদেশের সবচেয়ে দীর্ঘতম একটি রুট। অথচ এই রুটেগ্লোরি অব শ্রীনগর-২, এমভি অথৈ-২, এমভি কোকো-৫, এমভি জামাল-৩, এমভি জামাল-৪ নামক ছোট ছোট লঞ্চ চলাচল করছে, যা বর্ষা মৌসুমে খুবই ঝুঁকিপূর্ণ। এ উপজেলা থেকে অন্য কোনো মাধ্যমে যাতায়াতের ব্যবস্থা নেই বলে উপজেলার মানুষ জীবনের ঝুঁকি নিয়ে এই ফিটনেসবিহীন ও ঝুঁকিপূর্ণ নৌযানগুলোতে যাতায়াত করছে।
প্রসঙ্গত, ২০০২ সালে ৩ মে ঢাকা-রাঙ্গাবালীগামী সালাউদ্দিন-২ যাত্রীবাহী নৌযানটি ঝড়ের কবলে পরে পটুয়াখালী,গলাচিপা এবং রাঙ্গাবালী উপজেলার অন্তত চার শতাধিক শিশু, নারী-পুরুষের প্রাণহানি ঘটে।