Home » সুনির্দিষ্ট তথ্য ছাড়া যানবাহনে তল্লাশি করা যাবে না

সুনির্দিষ্ট তথ্য ছাড়া যানবাহনে তল্লাশি করা যাবে না

অনলাইন ডেস্ক: সুনির্দিষ্ট তথ্য ছাড়া মহাসড়কে কোনো যানবাহন থামিয়ে পুলিশ তল্লাশি করতে পারবে না বলে জানিয়েছেন চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি এস এম মনির উজ জামান। যানজট নিরসনে এই আদেশ দেওয়া হয়েছে বলে জানান তিনি।

শনিবার (২৬ মে) দুপুরে ডিআইজি কার্যালয়ে পরিবহন মালিক ও শ্রমিকদের সঙ্গে এক মতবিনিময় সভায় একথা বলেন তিনি। এসময় ডিআইজি আরো বলেন, পুলিশের বিরুদ্ধে অশোভন আচরণ বা নিয়ম ভঙ্গের কোনো অভিযোগ পাওয়া গেলে কঠোর ব্যবস্থা নেয়া হবে।

চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি এস এম মনির উজ জামান বলেন, ‘পুলিশের কাছে কোনো প্রকার সুনির্দিষ্ট তথ্য না থাকলে রাস্তায় কোনো গাড়িকেই থামানো হবে না। এছাড়া রাস্তার দুপাশে লাইন দিয়ে গাড়ি দাঁড় করিয়ে রাখা যাবে না।’

ডিআইজি আরো বলেন, ‘এছাড়া অনেকেই পুলিশের সঙ্গে কথা বলতে চাইলে বা ঊর্ধ্বতন অনেক কর্মকর্তার সঙ্গে দেখা করতে চাইলে অনেক পুলিশই অনীহা করে। এরকম করা যাবে না। এরকম করার অভিযোগ পেলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।’

ডিআইজি মনির বলেন, ‘রমজান থেকে শুরু করে আসন ঈদ পর্যন্ত যানজট, জনজট, মানুষের ভোগান্তি কিছুই যেন না হয়। সেদিকে খেয়াল রাখতে হবে। এছাড়া অনেক সময় মাল পরিবহনগুলোতে মাদক পরিবহন করা হয়। এ ব্যাপারে সতর্ক হতে হবে।’

 

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *