Home » সহজ প্রতিপক্ষের সঙ্গে ড্র করায় খেতাব জয় কঠিন হল পিএসজি’র

সহজ প্রতিপক্ষের সঙ্গে ড্র করায় খেতাব জয় কঠিন হল পিএসজি’র

চ্যাম্পিয়ন্স লিগ থেকে বিদায় নেওয়ার পর লিগ ওয়ানেও খেতাব হাতছাড়া হতে চলেছে পিএসজি’র৷ লিগ ওয়ানে-র গুরুত্বপূর্ণ ম্যাচে হোঁচট খেল মাওরিসিও পচেত্তিনোর দল। রেনেসের বিরুদ্ধে পয়েন্ট হারিয়ে শিরোপা ধরে রাখার পথ আরও কঠিন করে তুললেন নেইমাররা৷

রবিবার অ্যাওয়ে ম্যাচে রেনেসের বিরুদ্ধে ১-১ শেষ করে পিএসজি৷ এর ফলে তিন পয়েন্টে এগিয়ে গেল লিলে৷ ফলে এক দশক পর ফের লিগ ওয়ান খেতাব জয়ের জন্য লিলের দরকার শেষ ম্যাচে মাত্র চার পয়েন্ট৷ গত শুক্রবার অ্যাওয়ে ম্যাচে আরসি লেন্সের বিরুদ্ধে ৩-০ জয় পেয়েছে তারা৷ ফলে ৩৬ ম্যাচে ৭৯ পয়েন্ট নিয়ে লিগ শীর্ষে রয়েছে লিলে। সমসংখ্যক ম্যাচে ৭৬ পয়েন্ট নিয়ে দু’ নম্বরে রয়েছে পিএসজি। গত বুধবার ম্যাঞ্চেস্টার সিটি-র কাছে হেরে চ্যাম্পিয়ন্স লিগের শেষ চার থেকে বিদায় নেয় পিএসজি। এবার রেনেসের বিরুদ্ধে ড্র করে লিগ ওয়ান খেতাব হাতছাড়া করতে চলেছে মাওরিসিও পচেত্তিনোর দল৷

প্রথমার্ধের শেষ মহূর্তে পেনাল্টি থেকে গোল করে পিএসজি-কে এগিয়ে দেন নেইমার। কিন্তু প্রথমার্ধে এগিয়ে থাকার সুযোগ কাজে লাগাতে পারেনি পিএসজি৷ ৭০ মিনিটের সেহু গিহার্সির গোলে সমতায় ফেলে রেনেস৷ তারপর কোনও দলই ব্যবধান বাড়াতে পারেনি৷ ফলে ১-১ গোলে শেষ হয় পিএসজি-রেনেস ম্যাচ৷

ঘরের মাঠে ম্যাচে গতবারের চ্যাম্পিয়নদের বিরুদ্ধে দ্বিতীয় মিনিটেই দারুণ সুযোগ পেয়েছিল রেনেস। কিন্তু পেনাল্টি স্পটের কাছ থেকে শট লক্ষ্যে রাখতে পারেননি জেরেমি দোকু। প্রথমে একটু ব্যাকফুটে থাকলেও ধীরে ধীরে ম্যাচ ফিরতে শুরু করে পিএসজি৷ একাদশ মিনিটে দারুণ সুযোগ পায় তার। কিন্তু দি’ মারিয়ার সঙ্গে ‘ওয়ান-টু-ওয়ান’ খেলে বাইলাইন থেকে আন্দের এররেরাকে বল বাড়িয়েছিলে লেভিন কুরজাওয়া। কিন্তু স্প্যানিশ মিড-ফিল্ডার শট লক্ষভ্রষ্ট হয়।

ম্যাচের ১৭ মিনিটে আরও দু’টি সুযোগ নষ্ট করে পিএসজি। দি’ মারিয়ার ফ্লিক থেকে এররেরার শট ঝাঁপিয়ে আটকে দেন রেনেস গোলরক্ষক। ২৯ মিনিটে পিএসজি-র জালে বল পাঠায় রেনেস৷ কিন্তু অফ-সাইডের জন্য গোল বাতিল হয়ে যায়৷ এর ১০ মিনিট পর পিএসজি গোল করলেও সেটাও বাতিল হয়ে যায়৷ তবে প্রথমার্ধের অতিরিক্ত সময়ে পেনাল্টি থেকে পিএসজি-কে এগিয়ে নেন নেইমার। তবে ৭০ মিনিটে গিহার্সির গোল সমতা ফেরায় রেনেস। বহিজুর কর্নার থেকে চমৎকার হেডে দারুণ গোল করেন এই ফরাসি ফরোয়ার্ড। ৮৭ মিনিটে লাল-কার্ড দেখে মাঠ ছাড়েন পিএসজি-র কিম্পেম্বে। শেষ পর্যন্ত ম্যাচ ড্র করে খেতাব জয় কঠিন করে ফেলে পিএসজি৷

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *