Home » মমতার মন্ত্রিসভায় একাধিক নতুন মুখ, একনজরে দেখুন সেই তালিকা

মমতার মন্ত্রিসভায় একাধিক নতুন মুখ, একনজরে দেখুন সেই তালিকা

একুশের নির্বাচনে একক সংখ্যাগরিষ্ঠতা পেয়ে তৃতীয়বার বাংলার মসনদে বসেছে তৃণমূল কংগ্রেস। ইতিমধ্যে তৃণমূল কংগ্রেস সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় ( Mamata Banerjee) মুখ্যমন্ত্রী পদে শপথ নিয়েছেন। বিধায়করাও বিধানসভায় শপথ নিয়েছেন। তৃতীয়বারের জন্যে অধ্যক্ষ হিসাবে নির্বাচিত হয়েছেন বিমান বন্দ্যোপাধ্যায়। এবার মন্ত্রিসভা গঠন করার সময়। এবার কারা মন্ত্রী হচ্ছেন সেটা নিয়ে আগ্রহ কম ছিল না। এবার তৃণমূল কংগ্রেসের মন্ত্রী সভায় রয়েছে একাধিক নতুন মুখ। প্রার্থীদের মতই বিধায়ক পদে চমক দিতে চলেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

জানা গিয়েছে , স্বরাষ্ট্র ও স্বাস্থ্য দফতর ফের নিজের হাতেই রাখবেন মমতা বন্দ্যোপাধ্যায়। প্রার্থী তালিকায় জায়গা না হলেও ফের অর্থমন্ত্রী হচ্ছেন অমিত মিত্রই। আগামী ছয় মাসের মধ্যে তাঁকে জিতিয়ে আনার সম্ভাবনা রয়েছে। নতুন ও পুরনো মিলিয়ে মন্ত্রিসভা গঠন হওয়ার সম্ভাবনা থাকলেও বাদ পড়েছেন অনেকেই।তালিকায় রয়েছেন ২৪ জন পূর্ণমন্ত্রী। প্রতিমন্ত্রী রয়েছেন ৯ জন। স্বাধীন দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী ১০ জন। মোট ৪৩ জন আগামীকাল শপথ নিতে চলেছেন। একনজরে দেখে নিন –

পূর্ণমন্ত্রী

১. সুব্রত মুখোপাধ্যায়।
২. পার্থ চট্টোপাধ্যায়।
৩. অমিত মিত্র।
৪. সাধন পাণ্ডে।
৫. জ্যোতিপ্রিয় মল্লিক।
৬. বঙ্কিম চন্দ্র হাজরা।
৭. মানস ভুঁইঞা।
৮. সৌমেন কুমার মহাপাত্র।
৯. মলয় ঘটক।
১০. অরুপ বিশ্বাস।
১১. উজ্জ্বল বিশ্বাস।
১২. অরুপ রায়।
১৩. রথিন ঘোষ।
১৪. ফিরহাদ হাকিম।
১৫. চন্দ্রনাথ সিনহা।
১৬. শোভাদেব চট্টোপাধ্যায়।
১৭. ব্রাত্য বসু।
১৮. পুলক রায়।
১৯. শশী পাঁজা।
২০. গুলাম রব্বানি।
২১. বিপ্লব মিত্র।
২২. জাভেদ আহমেদ খান।
২৩. স্বপন দেবনাথ।
২৪. সিদ্দিকুল্লা চৌধুরী।

স্বাধীন দায়িত্বপ্রাপ্ত প্রতিমন্ত্রী

১. বেচারাম মান্না
২. সুব্রত সাহা।
৩. হুমায়ূন কবীর।
৪. অখিল গিরি।
৫. চন্দ্রিমা ভট্টাচার্য।
৬. রত্না দে নাগ।
৭. সন্ধ্যারানী টুডু।
৮. বুলু বারিক।
৯. সুজিত বসু।
১০.ইন্দ্রনীল সেন।

প্রতিমন্ত্রী

১.দিলীপ মন্ডল
২.শিউলি সাহা
৩.আখরুজ্জামান
৪.শ্রীকান্ত মাহাত
৫. ইয়াসমিন সাবিনা
৬. বিরবাহা হাঁসদা
৭. জ্যোৎস্না মান্দি
৮.অধিকারী পরেশ চন্দ্র
৯.মনোজ তিওয়ারি

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *