অনলাইন ডেস্ক: বরিশালের আগৈলঝাড়া উপজেলা মহিলা আওয়ামী লীগের সদস্য ও রত্নপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান হোসনেয়ারা বেগমের ছেলে মনিরুল ইসলাম মানিক সেরনিয়াবাতকে ১১০ পিস ইয়াবাসহ গ্রেফতার করেছে পুলিশ।
এ ঘটনায় মামলা দায়েরের পর মঙ্গলবার দুপুরে তাকে আদালতে সোপর্দ করা হয়। মানিক সেরনিয়াবাত রত্নপুর এলাকার জাহাঙ্গীর হোসেন মাখন সেরনিয়াবাত ও মহিলা লীগ নেত্রী হোসনেয়ারা বেগমের ছেলে।
আগৈলঝাড়া থানা পুলিশের পরিদর্শক (তদন্ত) আবুল খায়ের জানান, সোমবার উপজেলার বেলুহার গ্রামের জামাল মোল্লার ঘর থেকে ১১০ পিস ইয়াবাসহ মনিরুল ইসলাম মানিক সেরনিয়াবাতকে গ্রেফতার করা হয়।
এ ঘটনায় এসআই মো. মনিরুজ্জামান বাদী হয়ে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করেছেন। মঙ্গলবার দুপুরে তাকে আদালতে সোপর্দ করা হয়েছে।
নির্বাহী সম্পাদক