চট্টগ্রাম ব্যুরো : চট্টগ্রামে র্যাবের সঙ্গে গুলি বিনিময়ে ‘মাদক সম্রাট’ খ্যাত শীর্ষ মাদক ব্যবসায়ী শুক্কুর আলী (৪৫) নিহত হয়েছে। সোমবার (২১ মে) দিবাগত রাত আড়াইটার দিকে মহানগরীর বায়োজিদ থানাধীন ডেবারপাড় এ বন্দুক যুদ্ধের ঘটনা ঘটেছে। রাত সাড়ে তিনটার দিকে শুক্কুরকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া কর্ত্যব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। তিনি ব্রাহ্মণবাড়িয়ার আউলিয়া বাজার এলাকার মুকুন্দপুর ভূঁইয়া বাড়ির মো. হেলাল উদ্দিনের ছেলে। ঘটনাস্থল থেকে র্যাব ১০ হাজার ইয়াবা, একটি ওয়ান শুটার গান, বিপুল পরিমাণ গাঁজা উদ্ধার করেছে। উদ্ধার করা মাদকের আনুমানিক মূল্য ৫০ লাখ টাকা।
নিহত শুক্কুরের বিরুদ্ধে নগরীর বিভিন্ন থানায় অন্তত ১০টি মাদকের মামলা রয়েছে বলে জানান, র্যাব-৭ এর এএসপি (মিডিয়া) মিমতানুর রহমান। তিনি বলেন, চট্টগ্রামের ডেবারপার এলাকায় মাদক উদ্ধারে গভীর রাতে র্যাবের একটি দল অভিযান শুরু করে। এসময় র্যাবকে লক্ষ্য করে গুলি চালায়। আত্মরক্ষার্থে র্যাবও পাল্টা গুলি চালালে দুস্কৃতকারীরা পালিয়ে যায়। পরে ঘটনাস্থলে বেশ কিছু অস্ত্র, ইয়াবাসহ গুলিবিদ্ধ একজনকে পড়ে থাকতে দেখা যায়। তাকে উদ্ধার করে র্যাব সদস্যরা চট্টগ্রাম মেডিকেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন।
স্থানীয় সূত্রে জানা যায়, নিহত ব্যক্তি এলাকার শীর্ষ মাদক ব্যবসায়ী শুক্কুর আলী।
নির্বাহী সম্পাদক