গৃহবধুর ঝুলন্ত লাশ উদ্ধার

ডেস্ক নিউজ: হাটহাজারী থানার ১ নং দক্ষিণ পাহাড়তলী ওয়ার্ডের আসমা আক্তার(২৩) নামে এক গৃহবধুর নিজ কক্ষে ঝুলন্ত অবস্থায় মরদেহ উদ্ধার করেছে পুলিশ।রবিবার(২০ মে) রাত প্রায় ১১টার দিকে থানা পুলিশ মরদেহ উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ(চমেক) হাসপাতালের মর্গে প্রেরণ করেছে।
সে মীরসরাই থানার মাটিরাংগা সাইফুলের স্ত্রী বলে জানা গেছে।
তারা দীর্ঘ দিন ধরে এখানে বসবাস করে আসছিল বলে স্থানীয় সুত্রে জানা গেছে। মৃত্যুর কারন জানা যায়নি। হাটহাজারী থানা পুলিশ জানান, প্রাথমিক ভাবে ইউডি মামলা রেকর্ড করা হয়েছে।
ময়না তদন্তের পর নিশ্চিত হওয়া যাবে ঘটনাটি হত্যা নাকি আত্মহত্যা।