Home » শিক্ষক নিবন্ধন ধারীদের নিয়োগের নির্দেশ: হাইকোর্ট

শিক্ষক নিবন্ধন ধারীদের নিয়োগের নির্দেশ: হাইকোর্ট

আবু তালেব,প্রতিবেদক: শিক্ষক নিবন্ধন ধারীদের ঐতিহাসিক রায়, নিয়োগের নির্দেশঃ ১ম থেকে ১২ তম নিবন্ধন ধারীদের প্রায় ২০,০০০ জনের করা ১৫৬ টি রিট আবেদনের প্রেক্ষিতে নিয়োগ বঞ্চিত শিক্ষকদের কে সারা দেশের বিভিন্ন স্কুল,কলেজ, মাদ্রাসায় এনটাআরসিএ কে পরবর্তী ৯০ কার্য দিবসের মধ্যে নিয়োগ দানের নির্দেশ দিলেন বাংলাদেশ সুপ্রিমকোর্ট বিভাগের হাইকোর্ট বিভাগ ।
উপজেলা কোটা বাতিল করে ১ম থেকে ১২ তম নিবন্ধন পরীক্ষায় উত্তীর্ণদের মেধাতালিকা ভিত্তিক নিয়োগ দানের নির্দেশ দেন মহামান্য হাইকোর্ট।
বৃহস্পতিবার নিবন্ধন পরীক্ষায় উত্তীর্ণ হয়ে নিয়োগ বঞ্চিত শিক্ষকদের রিট আবেদনের প্রেক্ষিতে হাইকোর্ট বিভাগের ৬ নং কোর্টের বিচারপতি কাজী রেজাউল হক ও বিচারপতি মোহাম্মাদ উল্লাহর সমন্বয়ে গঠিত দ্বৈত বেঞ্চ শুনানি শেষে এনটিআরসিএ কে এ আদেশ প্রদান করেন।
সহকারী এ্যাটর্নি জেনারেল তাপস কুমার বিশ্বাসের উপস্থিতে রিট আবেদন কারীদের পক্ষে শুনানি করেন দেশবরেণ্য বিজ্ঞ আইনজীবী,সাবেক বিচারপতি, সংবিধান বিশেষজ্ঞ , ব্যারিস্টার আমির উল ইসলাম , এ্যাডভোকেট খায়রুল আলম, এ্যাডভোকেট ইসরাত হাসান সহ বিজ্ঞ আইনজীবী গণ।

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *