Home » সোনাই নদীতে ধরা পড়ল ৪ ফুট লম্বা রাঘব চিতল

সোনাই নদীতে ধরা পড়ল ৪ ফুট লম্বা রাঘব চিতল

ডেস্ক নিউজ: বাড়ির পাশে সোনাই নদীতে মলা, পুঁটি, টাকি মাছের জন্য শনিবার বিকালে জাল ফেলেছিলেন জালাল আহমেদ। কিন্তু ভাগ্যদেবি স্বয়ং তাকে ধরা দিলেন। মেঘ না চাইতেই এ যেন বৃষ্টি! তার জালে ধরা পড়ল ৪ ফুট লম্বা এক বিশাল রাঘব চিতল। এ মাছ বিক্রি করে স্ত্রী, সন্তান নিয়ে ভাল-মন্দ খেয়ে পুরো রমজান মাস পার করতে পারবেন বলে জানালেন দরিদ্র জেলে জালাল।

জালাল আহমেদ বড়লেখা উপজেলার নিজ বাহাদুরপুর ইউনিয়নের কান্দিগ্রামের দরিদ্র জেলে।

স্থানীয় ইউপি চেয়ারম্যান আলহাজ ময়নুল হক মাস্টার জানান, রাত আটটায় স্থানীয় হলদিরপার বাজারে চিতল মাছটি সাড়ে ১১ হাজার টাকায় বিক্রি হয়েছে। জানা গেছে, সিলেটের বিয়ানীবাজার ও মৌলভীবাজারের বড়লেখা উপজেলার মধ্যবর্তী স্থান দিয়ে প্রবাহিত সোনাই নদীটি ভারত থেকে বহমান। এর কিছু শাখা নদী হাকালুকি হাওরে পতিত হয়েছে। সুরমা ও কুশিয়ারা হয়ে অনেক বড় বড় মাছও এ নদী দিয়ে উজানে চষে বেড়ায়। এসময় অনেক জেলের জালে এসব মাছ ধরা পড়ে।

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *