ডেস্ক নিউজ: আগের ম্যাচে ব্রাইটন অ্যান্ড হোভ অ্যালবিওনের বিপক্ষে সর্বাধিক পয়েন্ট, গোল ও জয়ের রেকর্ড গড়েছিল ম্যানসিটি। ৯৭ পয়েন্ট নিয়ে সাউদাম্পটনের মাঠে রবিবার নেমেছিল তারা। স্বাগতিকরা তাদের রক্ষণব্যুহ অটুট রাখায় জয় একসময় কঠিন মনে হচ্ছিল সিটিজেনদের কাছে। শেষ পর্যন্ত ৯৪ মিনিটে গ্যাব্রিয়েল হেসুসের গোলে ১-০ তে জয় পায় তারা এবং প্রথম দল হিসেবে ইংলিশ ফুটবলে ১০০ পয়েন্টের রেকর্ড গড়ে পেপ গার্দিওলার দল। ৩৮ ম্যাচে ১০০ পয়েন্ট নিয়ে এই মৌসুম শেষ করল ম্যানসিটি। এটি ছিল তাদের ৩২তম জয়, টটেনহ্যাম হটস্পারকে (১৯৬০-৬১) টপকে যে কোনও ইংলিশ শীর্ষ ফুটবলে সর্বাধিক জয়ের রেকর্ড এখন তাদের। এই আসরে ১০৬ গোল করল তারা। প্রিমিয়ার লিগের মৌসুম সেরা নির্বাচিত হওয়ার পর ব্রাইটনের বিপক্ষে সালাহ তিন ম্যাচের গোলখরা কাটান এবং গড়েন নতুন রেকর্ড। এক মৌসুমে সর্বোচ্চ গোলের মালিক মিশরীয় ফরোয়ার্ড। ৩৮ ম্যাচের লিগে ৩২ গোল করে তিনি পেছনে ফেলেছেন ক্রিস্তিয়ানো রোনালদো, লুই সুয়ারেস ও অ্যালান শিয়ারারকে। ২৬ মিনিটে তার গোলে হয়েছে আরেকটি দুর্লভ রেকর্ড। এই মৌসুমে ১৭টি ভিন্ন দলের বিপক্ষে লক্ষ্যভেদ করলেন তিনি, যেটা এক মৌসুমে কেউই করতে পারেনি। ৪-০ গোলের এই জয়ে সেরা চারে থেকে আগামী মৌসুমের চ্যাম্পিয়নস লিগে খেলার টিকিটও পেয়েছে লিভারপুল। ৭৫ পয়েন্ট নিয়ে চার নম্বরে তারা। মার্কাস রাশফোর্ডের একমাত্র গোলে ওয়াটফোর্ডের বিপক্ষে ১-০ তে এই মৌসুম শেষ করেছে ম্যানইউ। ৮১ পয়েন্ট নিয়ে এবারের রানার্স আপ তারা। ৯ গোলের রোমাঞ্চে হ্যারি কেন ও এরিক লামেলার জোড়া গোলে লেস্টার সিটিকে ৫-৪ গোলে হারিয়েছে টটেনহ্যাম। ৭৭ পয়েন্ট নিয়ে তিন নম্বরে থেকে তারাও নিশ্চিত করেছে আগামী মৌসুমের চ্যাম্পিয়নস লিগ। সেরা চারে থেকে চ্যাম্পিয়নস লিগে খেলার ক্ষীণ আশা নিয়ে নিউক্যাসল ইউনাইটেডে গিয়েছিল চেলসি। কিন্তু ৩-০ গোলে হেরে পঞ্চম হলো তারা। ৭০ পয়েন্ট গতবারের চ্যাম্পিয়নদের। আগামী শনিবারের এফএ কাপ ফাইনালে ম্যানইউর মুখোমুখি হওয়ার আগে এই হারে বিরাট ধাক্কা খেল আন্তোনিও কোন্তের শিষ্যরা। হাডার্সফিল্ড টাউনে ১-০ গোলে জিতেছে আর্সেনাল। পিয়েরে এমেরিক অবেমেয়াংয়ের একমাত্র গোলে কোচ আর্সেন ওয়েঙ্গারকে বিদায়ী উপহার দিয়েছে গানাররা।
বার্তা বিভাগ প্রধান