শুদ্ধবার্তাটোয়েন্টিফোর:
বঙ্গবন্ধু স্যাটেলাইট অবশ্যই উৎক্ষেপণ হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেছেন, মাত্র ৪৬ সেকেন্ডের জন্য উৎক্ষেপণ হতে পারেনি। তবে অবশ্যই হবে। তিনি সম্ভাব্য এ উৎক্ষেপণকে ‘আকাশ জয়’ বলেও মন্তব্য করেন। রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে বাংলাদেশ ছাত্রলীগের ২৯তম জাতীয় সম্মেলনে দেওয়া ভাষণে শেখ হাসিনা এসব কথা বলেন। শুক্রবার (১১ মে) বিকাল ৪টায় শুরু হওয়া এ সম্মেলনে প্রধান অতিথির ভাষণ দিচ্ছেন আওয়ামী লীগ সভানেত্রী। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, স্যাটেলাইট উৎক্ষেপণের জন্য কাউন্টডাউন শুরু হয়। কিন্তু কারিগরি কারণে শেষ মুহূর্তে তা বাতিল করা হয়েছে। স্যাটেলাইট উৎক্ষেপণের সফলতা অনেক কিছুর ওপর নির্ভর করে। তাই এ নিয়ে দুশ্চিন্তার কিছু নেই; স্যাটেলাইট অবশ্যই মহাকাশে যাবে। সব প্রস্তুতি থাকা সত্ত্বেও বৃহস্পতিবার দিবাগত রাতে বাংলাদেশের প্রথম স্যাটেলাইট বঙ্গবন্ধু-১ শেষ মুহূর্তে এসে নির্ধারিত সময়ে উৎক্ষেপণ করা যায়নি। এর আগেও কয়েক দফায় সময় পেছানো হয়। এবার কয়েক সেকেন্ড আগে উৎক্ষেপণ স্থগিত হয়ে যাওয়ায় এক ধরনের উদ্বেগ দেখা দিয়েছে অনেকের মনে।
বঙ্গবন্ধু-১ স্যাটেলাইটটি বীমার আওতায় রয়েছে। ফলে উৎক্ষেপণে কোনও দুর্ঘটনা ঘটলে আর্থিক লোকসানে পড়তে হবে না বাংলাদেশকে। এ তথ্য জানিয়েছেন বাংলাদেশ কমিউনিকেশন স্যাটেলাইট কোম্পানি লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মো. সাইফুল ইসলাম। তিনি বলেন, ‘স্যাটেলাইট উৎক্ষেপণ একটি বড় আয়োজন, এখানে অনেক ধরনের ঝুঁকি থাকেই। বঙ্গবন্ধু-১ স্যাটেলাইট বীমার আওতায় রয়েছে। উৎক্ষেপণসহ সার্বিক দায়িত্ব দেওয়া হয়েছে ফ্রান্সের মহাকাশ গবেষণা প্রতিষ্ঠান থ্যালেস অ্যালেনিয়া স্পেসকে। কোন দুর্ঘটনা যদি ঘটেও আর্থিক বিষয়গুলোর দায়িত্ব নেবে থ্যালেস অ্যালেনিয়া স্পেস। আমাদের কোনও আর্থিক ক্ষতি হবে না, বাড়তি টাকা খরচ হবে না। শুধু আবারও প্রস্তুতি নিতে যে সময় নষ্ট হবে, সেটিই আমাদের ক্ষতি।’ তিনি জানান, থ্যালেস অ্যালেনিয়ার দায়িত্বের মধ্যে বীমার বিষয়টিও রয়েছে।
বার্তা বিভাগ প্রধান