Home » সিলেটের এমসি কলেজের ঘটনায় সরকার কঠোর অবস্থানে ,পররাষ্ট্রমন্ত্রী

সিলেটের এমসি কলেজের ঘটনায় সরকার কঠোর অবস্থানে ,পররাষ্ট্রমন্ত্রী

সিলেটের এমসি কলেজের ঘটনায় সরকার কঠোর অবস্থানে রয়েছে বলে মন্তব্য করেছেন পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন।

তিনি বলেছেন, এমসি কলেজের ঘটনায় যে বা যারা জড়িত তারা যেকোনো দলেরই হোক না কেনো তাদের ছাড় দেয়া হবে না। কারণ সরকার এ ব্যাপারে কঠোর অবস্থানে রয়েছে।

বৃহস্পতিবার (১ অক্টোবর) সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে আয়োজন করা হয় কয়েকটি প্রকল্পের উদ্বোধনী অনুষ্ঠান। এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে পররাষ্ট্রমন্ত্রী এসব কথা বলেন।

এ অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দেন।

এসময় সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর সম্প্রসারণ প্রকল্পের নির্মাণকাজ, হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের সামনে নির্মিত বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ‘ম্যুরাল’ ও বিমানবন্দরের অভ্যন্তরে ‘বঙ্গবন্ধু কর্নার’। এছাড়া উদ্বোধন করেন বাংলাদেশ পর্যটন কর্পোরেশনের নবনির্মিত প্রধান কার্যালয় ‘পর্যটন ভবন’ এবং রাজধানীর গ্রিনরোডে পানি ভবন।

অনুষ্ঠানে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী মাহবুব আলী এমপির সভাপতিত্বে ও সিনিয়র সচিব মো. মহিবুল হকের পরিচালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন এমপি।

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *