ডেস্ক নিউজ: কংগ্রেস প্রার্থীর হয়ে প্রচারে বেরিয়ে বোমা বিস্ফোরণে গুরুতর জখম হলেন আহত আট কংগ্রেস সমর্থক। অভিযোগের তির শাসকদলের দিকে৷ ঘটনার জেরে তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে মালদহ জেলার রতুয়া-২ নম্বর ব্লকের চাঁদমনি-২ নম্বর গ্রাম পঞ্চায়েতের সগড়া বাজার গ্রামে৷ ঘটনার জেরে এলাকায় তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে৷ খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছেছে পুলিশ৷ তবে গ্রেফতারের কোনও খবর নেই৷
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, গ্রাম পঞ্চায়েতের কংগ্রেস প্রার্থী আলোমতি মজাহারের হয়ে প্রচার করে স্থানীয় কংগ্রেস সমর্থক অমূল্য মুসাহার দুলাল, হরগোবিন্দ মুজাহার-সহ বেশ কয়েকজন স্থানীয় চায়ের দোকানে চা খাচ্ছিলেন। অভিযোগ, সেই সময় তাঁদেরকে লক্ষ্য করে তৃণমূল আশ্রিত দুষ্কৃতিরা বোমা ছোড়ে। তাতেই ৮ কংগ্রেস সমর্থক গুরুতর আহত হয়।