Home » নানিয়ারচরে শেষকৃত্য থেকে ফেরার পথে গুলিতে নিহত ৪

নানিয়ারচরে শেষকৃত্য থেকে ফেরার পথে গুলিতে নিহত ৪

শুদ্ধবার্তাটোয়েন্টিফোর: ২৪ ঘন্টার ব্যবধানে আবারো পাহাড়ে ঝরলো চারজনের লাশ। প্রতিপক্ষের ব্রাশ ফায়ারে সাধারণ পাহাড়িসহ অন্তত চারজন মারা যাওয়ার পাশাপাশি আরো নয়জন গুলিবিদ্ধ অবস্থায় আহত হয়েছে। শুক্রবার দুপুরে রাঙামাটি-খাগড়াছড়ি সড়কের বেতছড়ি কেংগালছড়ি নামক স্থানে এই ঘটনা ঘটে। নানিয়ারচর থানার অফিসার ইনচার্জ আব্দুল লতিফ ও নিরাপত্তা বাহিনীর দায়িত্বশীল সূত্র ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। সূত্রটি জানান, নিহতদের মধ্যে সম্প্রতি নতুনভাবে গঠিত গণতান্ত্রিক ইউপিডিএফ এর প্রধান তপন জ্যোতি চাকমা বর্মার লাশও রয়েছে। নিহত অপর তিনজন হলো, মহালছড়ি যুব সমিতির সুজন চাকমা, তুজিম চাকমা ও ড্রাইভার রাশেল। হতাহতদের খাগড়াছড়ি হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে বলে জানাগেছে। নানিয়ারচর থানার অফিসার ইনচার্জ আব্দুল লতিফ জানিয়েছেন, হতাহতদের ব্যাপারে সরেজমিনে দেখতে রাঙামাটি সদর সার্কেলের এডিশনাল এসপি মোঃ জাহাঙ্গীর এর নেতৃত্বে পুলিশের একটি দল ঘটনাস্থলে রওয়ানা দিয়েছে। তারা ফিরে আসলে বিস্তারিত জানা যাবে।  উল্লেখ্য মাত্র ২৪ ঘন্টা আগে বৃহস্পতিবার বেলা এগার টার সময় উপজেলা সদরে নিজ কার্যালয়ের সামনে প্রতিপক্ষের সন্ত্রাসীদের হাতে গুলিবিদ্ধ হয়ে মারা গেছেন নানিয়ারচর উপজেলা পরিষদের চেয়ারম্যান এ্যাডভোকেট শক্তিমান চাকমা। এসময় তাকে বহনকারি মোটর সাইকেল চালক রূপম চাকমাও গুলিবিদ্ধ হয়ে গুরুত্বর আহত হয়।

 

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *