শুদ্ধবার্তাটোয়েন্টিফোর: বাংলাদেশে অবস্থানরত রোহিঙ্গাদের অবস্থা দেখতে অর্গানাইজেশন অব ইসলামিক কোঅপারেশন (ওআইসি) এর প্রতিনিধি দল কক্সবাজারে পৌঁছেছে। পররাষ্ট্রমন্ত্রীদের সম্মেলনে অংশ নিতে আসা ৩৮ দেশের মন্ত্রী ও ৮ পররাষ্ট্র সচিবসহ ৫৮ দেশের উচ্চপর্যায়ের প্রতিনিধি রয়েছেন এই দলে। আজ শুক্রবার (৪ মে) সকাল পৌনে ৯টার দিকে তারা কক্সবাজার বিমানবন্দরে পৌঁছান। স্থানীয় একটি হোটেলে বাংলাদেশের সরকারি কর্মকর্তাসহ বিভিন্ন দাতাসংস্থার প্রতিনিধিরা তাদের ব্রিফ করবেন। সেখান থেকে পরে বেলা ১১টার দিকে উখিয়ার কুতুপালং ক্যাম্প পরিদর্শনে যাওয়া কথা রয়েছে তাদের। জাতিসংঘের নিরাপত্তা পরিষদের প্রতিনিধিদলের সফরের পরপরই এবার রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনে আসলেন ওআইসির প্রতিনিধিরা। কক্সবাজার জেলা প্রশাসক মো. কামাল হোসেন জানান, গত বছরের ২৫ আগস্ট থেকে মিয়ানমার সেনাদের বর্বর নির্যাতনে দেশটির বাস্তুচ্যুত নাগরিকদের অবস্থা দেখতে বিশ্বের বিভিন্ন দেশের মন্ত্রী, সচিব ও উচ্চপর্যায়ের প্রতিনিধিদের এটিই প্রথম একসঙ্গে রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনে আসা। প্রতিনিধিদলে বাংলাদেশসহ ৫৭ মুসলিম রাষ্ট্রের জোট ওআইসির প্রতিনিধিরা ছাড়াও রয়েছেন নন-ওআইসি কান্ট্রি হিসেবে বাংলাদেশের বিশেষ আমন্ত্রণে আসা কানাডার পররাষ্ট্রমন্ত্রীও। তারা রোহিঙ্গা ক্যাম্পে আশ্রিত মিয়ানমারের বাসিন্দাদের অবস্থা সরেজমিন ঘুরে দেখবেন। এছাড়া নির্যাতিত রোহিঙ্গা নারী, পুরুষ ও শিশু-কিশোরদের সঙ্গে কথা বলবেন তারা। ক্যাম্প পরিদর্শন শেষে স্থানীয় প্রশাসন, আইনশৃঙ্খলা বাহিনী ও উন্নয়ন কর্মীদের পাশাপাশি গণমাধ্যম কর্মীদের সঙ্গে কথা বলবেন প্রতিনিধিদলের সদস্যরা। শুক্রবার বিকাল সাড়ে ৪টার দিকে ঢাকায় ফিরে যাওয়ার কথা রয়েছে তাদের। রাখাইনে রোহিঙ্গাদের নিরাপদ ও টেকসই প্রত্যাবাসন নিশ্চিত করতে মিয়ানমারের ওপর চাপ ধরে রাখতে আন্তর্জাতিক সম্প্রদায়ের সঙ্গে কাজ করছে বাংলাদেশ। এর ধারাবাহিকতায় গত সপ্তাহেই রোহিঙ্গা ক্যাম্প ঘুরে গেছেন ৪০ সদস্যের জাতিসংঘ নিরাপত্তা পরিষদের প্রতিনিধিদল।
বার্তা বিভাগ প্রধান