Home » প্রকাশ্যে নানিয়ারচর উপজেলা চেয়ারম্যানকে হত্যা

প্রকাশ্যে নানিয়ারচর উপজেলা চেয়ারম্যানকে হত্যা

শুদ্ধবার্তাটোয়েন্টিফোরডটকম: রাঙামাটির নানিয়ারচর উপজেলা চেয়ারম্যান শক্তিমান চাকমাকে গুলি করে হত্যা করেছে সন্ত্রাসীরা। বৃহস্পতিবার সকাল পৌনে এগারোটার দিকে উপজেলা সদরে এই ঘটনা ঘটে। জানা গেছে, সকালে একজনকে সঙ্গে নিয়ে মোটরসাইকেলে করে উপজেলা পরিষদের কার্যালয়ে যাচ্ছিলেন শক্তিমান চাকমা। উপজেলা সদরে আসার পর দুইজন সন্ত্রাসী তাকে গুলি করে পালিয়ে যায়। আশপাশের লোকজন দ্রুত উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক শক্তিমান চাকমাকে মৃত ঘোষণা করেন। রাঙামাটির পুলিশ সুপার আলমগীর কবির উপজেলা চেয়ারম্যান খুন হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন। তবে কে বা কারা এই হত্যাকাণ্ড ঘটিয়েছে এসপি তাৎক্ষণিকভাবে সে বিষয়ে কিছু জানাতে পারেননি। উল্লেখ্য, শক্তিমান চাকমা সংস্কারপন্থী হিসেবে পরিচিত জেএসএস এনএন লারমা দলের কেন্দ্রীয় সহসভাপতি।

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *