শুদ্ধবার্তাটোয়েন্টিফোর: ঝড়ো আবহাওয়ায় কারণে পাটুরিয়া-দৌলতদিয়া নৌপথে ফেরি ও লঞ্চ চলাচল বন্ধ রয়েছে। পারাপারের অপেক্ষায় উভয়পাড়ে যানবাহনের লম্বা সারি পড়ে গেছে। দুর্ভোগে পড়েছেন যাত্রী সাধারণ।
বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ পরিবহন করপোরেশন(বিআইডব্লিউটিসি) এর পাটুরিয়া ঘাটের সহকারী ব্যবস্থাপক মহিউদ্দিন রাসেল একথা জানিয়েছেন। তিনি জানান, সোমবার (৩০ এপ্রিল) সকাল সাড়ে ৯টা থেকে বৈরী আবহাওয়ায় দুর্ঘটনা এড়াতে ফেরি ও লঞ্চ বন্ধ রাখা হয়।
বর্তমানে পাটুরিয়াঘাটে বাস, প্রাইভেটকার, মাইক্রোবাস ও পণ্যবাহী ট্রাক মিলে পারের অপেক্ষায় প্রায় তিন শতাধিক যানবাহনের সারি তৈরি হয়েছে।
আবহাওয়া পরিস্থিতি ঠিক হওয়ার পর ফেরি সার্ভিস চালু করা হবে বলে জানান তিনি।
বার্তা বিভাগ প্রধান