শুদ্ধবার্তাটোয়েন্টিফোর: মৌসুমী লঘুচাপের প্রভাবে আজ শনিবার (২৮ এপ্রিল) রাত থেকে আগামী সোমবার (৩০ এপ্রিল) পর্যন্ত দেশজুড়ে ঝড়-বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
আবহাওয়া অধিদফতরের পূর্বাভাসে বলা হয়েছে, মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে এবং লঘুচাপের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন বাংলাদেশ এলাকায় অবস্থান করছে।
পূর্বাভাসে আরও বলা হয়, রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ী দমকা অথবা ঝড়ো হাওয়া ও বিজলী চমকানোসহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এছাড়াও কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে শিলা বৃষ্টি হতে পারে।
সারাদেশে দিনের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।
ওই আবহাওয়ার পূর্বাভাসে আরও বলা হয়, পরবর্তী ৭২ ঘণ্টা পর্যন্ত বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি অব্যাহত থাকতে পারে।রবিবার সূর্যোদয় হবে সকাল ৫টা ২৬ মিনিটে।
বার্তা বিভাগ প্রধান