জুমার নামাজে লোক সমাগম করায় ৬টি মসজিদকে জরিমানা

ইমাম খাইর:সরকারের নির্দেশনা অমান্য করে জুমার নামাজে লোক সমাগম করায় ৬টি মসজিদের কর্তৃপক্ষকে জরিমানা করেছে জেলা প্রশাসন।
জেলা প্রশাসক মোঃ কামাল হোসেন শুক্রবার (১০ এপ্রিল) রাত সাড়ে ৮ টার দিকে এ খবর নিশ্চিত করেছেন।
তিনি বলেন, করোনা ভাইরাসের সংক্রমণ থেকে জনগণকে রক্ষা করতে জুমার নামাজে ১০ জন এবং ওয়াক্তিয়া নামাজে ৫ জনের বেশী মসজিদে নামাজে না যেতে নির্দেশনা জারী করা হয়। এ বিষয়ে প্রশাসনের পক্ষ থেকে ব্যাপক সতর্কতামূলক প্রচারণা চালানো হয়েছে। তবু তা না মেনে মসজিদে সমাগম বেশী করায় দণ্ড প্রদান করা হয়েছে।

নির্বাহী সম্পাদক
Leave a comment
Related News

গণশুনানি রংপুর
মাহফুজ আলম প্রিন্স,রংপুর: তিস্তা নদীর সমন্বিত ব্যবস্থাপনা এবং পুনরুদ্ধার এসব প্রস্তাবিত প্রকল্পের ওপর অংশীজনদের নিয়েRead More

ভারত-পাকিস্তান উত্তেজনায় বাংলাদেশকে সতর্ক থাকার পরামর্শ বিশেষজ্ঞদের
ভারত-পাকিস্তান উত্তেজনার নেতিবাচক প্রভাব গোটা দক্ষিণ এশিয়াতেই পড়তে পারে। এই প্রেক্ষাপটে বৈশ্বিক রাজনীতি ও অর্থনীতিRead More