৪৬ বছর ধরে অভিনয় করছেন। ৭ বার জাতীয় পুরস্কার পেয়েছেন অভিনেতা আলমগীর। অনেকদিন সিনেমা জগৎ থেকে নিজেকে দূরে সরিয়ে রেখেছিলেন।কলকাতা থেকে ‘লবঙ্গলতা’ ছবি করার জন্য ঋতুপর্ণা সেনগুপ্তর ফোন এসেছিল ঢাকায়।
রিকোয়েস্ট ফেলতে পারেননি এই অভিনেতা। সীমান্ত পেরিয়ে চলে গিয়েছেন ওপার বাংলায়। এখন ‘লবঙ্গলতা’র শুটিংয়ে তিনি ভীষণ ব্যস্ত। ভারতের উত্তর কলকাতার বিখ্যাত লাহা বাড়িতে চলছে ছবির শুটিং।
আলমগীর বলেন, বঙ্কিমচন্দ্রের এই গল্পে লবঙ্গলতা একটি গুরুত্বপূর্ণ চরিত্র। পরিচালক বাপ্পা বন্দ্যোপাধ্যায় লবঙ্গলতার জীবনকে নিয়ে ডিল করছে ছবিতে। আর এই সাবজেক্টটার অনেকগুলো দরজা আছে। বলা ভালো, অনেকগুলো দরজা খোলা যায় সেখানে। তাই উনি এটা বেছে নিয়েছেন।তিনি বলেন,আমার চরিত্র রামসহায়। আমি ঋতুর স্বামী হয়েছি। ঋতু আমার দ্বিতীয় স্ত্রী হয়েছে। বাকি অনেকেই ছবিতে আছেন। ইন্দ্রনীল আছেন। ভাস্বর আছেন।